জুনের শুরুতেই, বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকরা নতুন নিয়মের আওতায় আসবেন। এ ছাড়া আরও কিছু নিয়মের কারণে আমজনতার পকেটে প্রভাব পড়বে। যানবাহনের জন্য থার্ড পার্টি মোটর বিমার প্রিমিয়াম বাড়বে। ফলে, গাড়ির মালিকদের মাসিক বাজেটের উপর সরাসরি প্রভাব পড়বে। এক নজরে জেনে নিন, ১ জুন থেকে কোন কোন নিয়মে পরিবর্তন আসবে -
SBI হোম লোনের সুদের হার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) হোম লোনে সুদের হার ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.০৫% করেছে। SBI-এর ওয়েবসাইট অনুযায়ী, বর্ধিত সুদের হার ১ জুন, ২০২২ থেকে কার্যকর হবে।
অ্যাক্সিস ব্যাঙ্কে সার্ভিস চার্জ বৃদ্ধি
অ্যাক্সিস ব্যাঙ্ক স্যালারি এবং সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য পরিষেবা চার্জ বাড়িয়েছে। ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। এ বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন এইখানে।
বাড়ছে মোটরবাইকের থার্ড পার্টি বিমার খরচ
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ঘোষণা অনুযায়ী বিভিন্ন শ্রেণীর যানবাহনের জন্য থার্ড পার্টি বিমার প্রিমিয়াম বাড়ানো হচ্ছে। ৭৫ cc-র কম ইঞ্জিন ক্ষমতার দুই চাকার জন্য, থার্ড পার্টি কভারের দাম হবে ৫৩৮ টাকা। ৭৫ cc থেকে ১৫০ cc পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার দুই চাকার জন্য প্রিমিয়াম খরচ হবে ৭১৪ টাকা। ১৫০ cc থেকে ৩৫০ cc পর্যন্ত সেগমেন্টে প্রিমিয়াম খরচ হবে ১,৩৬৬ টাকা। ৩৫০ cc-র বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন টু-হুইলারের ক্ষেত্রে প্রিমিয়াম খরচ হবে ২,৮০৪ টাকা।