
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত দু’বছরে করোনা সবাইকে নাস্তানাবুদ করে রেখে দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, অন্য অসুখগুলি আর নেই। পুরোমাত্রায় রয়ে গিয়েছে ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো সংক্রামক অসুখ। এর অনেকগুলির সঙ্গেই মিল রয়েছে করোনার।
সোমবার, ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস (World Malaria Day 2022)। এই অসুখটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর দিন।
জানেন কি ম্যালেরিয়ার উপসর্গের সঙ্গে ভালোই মিল রয়েছে করোনার বিভিন্ন উপসর্গের। বিশেষ করে দু’টি ক্ষেত্রেই প্রাথমিক উপসর্গই হল জ্বর। তাহলে কারও যদি জ্বর হয়, তাহলে কী করে বুঝবেন, সেটি ম্যালেরিয়া নাকি করোনা সংক্রমণ? কী বলছেন চিকিৎসকরা? দেখে নেওয়া যাক।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ওম শ্রীবাস্তব বলেছেন, গত দু’বছর ধরে কোভিড নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সেই কারণেই এর উপসর্গ সম্পর্কে মানুষ রীতিমতো সচেতন হয়েছেন। কিন্তু করোনার প্রাথমিক উপসর্গ আর ম্যালেরিয়ার প্রাথমিক উপসর্গের মধ্যে প্রচুর মিল রয়েছে। সেই কারণে ম্যালেরিয়া হলেও অনেকে ভাবতে পারেন, সেটি করোনা সংক্রমণ।
তাহলে কী করে বোঝা যাবে করোনা নাকি ম্যালেরিয়া?
সাধারণত ম্যালেরিয়ার জীবাণুর দ্বারা সংক্রমিত মশার কামড়ের ১০ থেকে ১৫ দিনের মাথায় ম্যালেরিয়ার উপসর্গগুলি দেখা দিতে শুরু করে। জ্বরের সঙ্গে কাঁপুনিও হতে পারে অনেকের ক্ষেত্রেই।
কিন্তু এমন উপসর্গ কোভিডের ক্ষেত্রেও দেখা যেতে পারে। তাহলে উপায়?
চিকিৎসক ওম শ্রীবাস্তব বলছেন, খুব দ্রুত পরীক্ষা করাতে হবে। কোভিডের পরীক্ষা এবং ম্যালেরিয়ার পরীক্ষা। এছাড়া আর কোনও উপায় নেই টের পাওয়ার।
চিকিৎসকের কথায়, এই পরীক্ষা যত তাড়াতাড়ি করিয়ে নেওয়া যায়, ততই ভালো। কারণ বয়স্ক এবং অসুস্থ মানুষের ক্ষেত্রে ম্যালেরিয়া মারাত্মক আকার নিতে পারে। এমনকী Multiple Organ Failure-এর মতো সমস্যাও হতে পারে কারও কারও ক্ষেত্রে। তাই দ্রুত চিকিৎসা করানো দরকার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports