Optical Illusion of Cat: এই গোলুমোলু বেড়ালটি কি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, নাকি নামছে? ১০ সেকেন্ডে বলুন দেখি সত্যিটা! Updated: 17 Nov 2022, 03:25 PM IST Sritama Mitra সোশ্যাল মিডিয়ায় একাধিক এমন সোশ্যাল মিডিয়া পোস্ট রয়েছে যা অপটিক্যাল ইলিউশন হিসাবে প্রকাশ্যে আসে। এই ধাঁধা সমাধানে বেশ কিছুটা যেমন নিজেকে যাচাই করা যায়, তেমনই তা আশপাশের ঝুট ঝামেলা থেকে খানিকটা দূরে রাখে।