ব্রেক আপ বিশ্বাস করতে পারছেন না? রাগ হচ্ছে, একা লাগছে! যন্ত্রণা সারিয়ে উঠুন এভাবে
Updated: 05 Jun 2023, 06:24 PM IST Sritama Mitra 05 Jun 2023 how to move on from a break up, how to move on from stages of heart break, ways to move on from heart break, ব্রেক আপের পর নিজেকে সামলাবেন কীভাবে, কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয় ব্রেক আপের পরবন্ধুবান্ধব সকলে জানতেন যে আপনারা ‘মেড ফর ইচ আদার’? আর তারপরই ব্রেক আপ? এমন পরিস্থিতিতে রাগ ওঠা স্বাভাবিক। থেরাপিস্ট বলছেন, রাগকে অন্যদিকে নিয়ে যেতে হবে। সব সময় এককথা না ভেবে খাবার দাবার, ব্যায়ামের দিকে মন দিতে হবে। ধীরে ধীরে সময় পাল্টাতে থাকবে।
পরবর্তী ফটো গ্যালারি