বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: হাসতে হাসতে ক্লান্তি কাটান! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠিয়ে দিন বন্ধুদেরও
পরবর্তী খবর
Bangla Jokes Collection: হাসতে হাসতে ক্লান্তি কাটান! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠিয়ে দিন বন্ধুদেরও
1 মিনিটে পড়ুন Updated: 30 May 2023, 08:42 PM ISTSuman Roy
Viral Bangla Jokes: সারা দিনের কাজের শেষে প্রাণখোলা হাসি। হেসে নিন এই ৫ জোকস পড়ে।
পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস
একে গরম, তার উপর কাজের চাপ। সব মিলিয়ে নাজেহাল অবস্থা। এই ক্লান্তিকর অবস্থা থেকে মুক্তি হতে পারে এক ভাবেই। একটু হেসে। পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর প্রাণখুলে হেসে নিন আজ।
১। পল্টু: ডাক্তারবাবু, ডাক্তারবাবু! আমাকে বাঁচান!
ডাক্তার: সমস্যা কী?
পল্টু: সমস্যা জটিল। রাতে চোখ বন্ধ করলেই দেখি ক্রিকেট খেলায় কোহলিরা হারছে!
ডাক্তার: সমস্যা নেই। আজ এই ট্যাবলেট ঘুমোনোর আগে দুটো খাবেন। আজ থেকেই কাজ হবে।
২। বাড়ির দোতলায় মিস্ত্রি রং করছিলেন। কিছু ক্ষণ পর বাড়ির মালিকের মনে হল, মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। তাই রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন: কাজ করছ তো, নাকি ফাঁকি দিচ্ছো?
মিস্ত্রি: না, কাজ করছি।
বাড়ির মালিক: আমি তো কোনও আওয়াজ পাচ্ছি না।
মিস্ত্রি: হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?
৪। মাথায় মারাত্মক আঘাত নিয়ে এক লোক গেলেন চিকিৎসকের কাছে।
ব্যক্তি: ডাক্তারবাবু, তাড়াতাড়ি কিছু করুন! শেষ হয়ে গেলাম!
চিকিৎসক: কীভাবে এমন হল?
ব্যক্তি: আর বলবেন না। বাড়ির কাজের জন্য পাথর দিয়ে ইট ভাঙছিলাম। সামনে দিয়ে স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক যাচ্ছিলেন। বললেন, ‘মাঝে-সাঝে মাথাটাও কাজে লাগাও’।
চিকিৎসক: তো কী হয়েছে?
ব্যক্তি: তার কথামতো পাথরের বদলে মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা করি!