এখন আর পুরনো যুগের খোলামেলা বাড়ি নেই। এখন বেশিরভাগ মানুষই থাকেন ছোট ছোট ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাট ছোট হলেও তো আসবাবপত্র ছোট হয়ে যায় না, ফলে কমে যায় জায়গা। কিন্তু আপনি যদি আপনার ফ্ল্যাট একটু বুদ্ধি খরচ করে সাজাতে পারেন, তাহলে কিন্তু ছোট জায়গাতেই আপনি হাত-পা ছড়িয়ে থাকতে পারবেন।
সোফা কাম বেড: এই সোফা কাম বেড ব্যাপারটি কিন্তু অনেক আগেকার। এই আসবাবটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু অনেকটা জায়গা কমে যেতে পারে। প্রয়োজনে খাট হিসেবে ব্যবহার করা যায় এই সোফাটি, আবার খাট তুলে দিলেই হয়ে যায় সোফা। ফলে ঘরে হাঁটা চলার জন্য অনেকটা জায়গা বেড়ে যায়।
তাক খাট: সিনেমায় দেখবেন অনেক সময় দেখানো হয় একটি খাটের ওপর থাকে আরেকটি খাট, মাঝখানে থাকে সিঁড়ির ব্যবস্থা। বাড়িতে খুদের সংখ্যা যদি একাধিক হয় তাহলে কিন্তু এই খাট ভীষণ উপকারী। একটা ঘরেই দুটি শিশুর শোয়ার ব্যবস্থা হয়ে যায়।
(আরও পড়ুন: অপেরা হাউস থেকে কিংকং! শ্রীরামপুরের পুজোগুলিতে কী কী চমক চলতি বছর?)
খাটের মাথায় তাক: খাটের মাথায় অনেকটা অংশ বেকার পড়ে থাকে তাই সেই অংশটা যদি তাক হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা জায়গা বেঁচে যায়। বই বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস আপনি এই তাকে রাখতে পারেন।
সোফা কাম টেবিল: যদি আলাদা করে টেবিল রাখার জায়গা না থাকে তাহলে সোফার পিছনের একটু অংশ বাড়িয়ে দিলেই হয়ে যায় টেবিল। বড় সোফার পেছনে অল্প জায়গা নিয়ে আপনি তৈরি করে নিতে পারেন ছোট্ট ও লম্বা টেবিল। তবে এটি তৈরি কীভাবে করতে হবে সেটার জন্য আপনার ইন্টিরিয়ার ডিজাইনারের সঙ্গে কথা বলতে হবে।
দেওয়াল খাট: চাইনিজ বা জাপানিজ ভিডিয়োয় এরকম খাট দেখা যায় অনেক সময়। আপনি লক্ষ্য করবেন, এই খাট প্রয়োজনে পুরোপুরি তুলে দেওয়ালের সঙ্গে আটকে দেওয়া যায়, ফলে সকালবেলা আপনি এই খাট তুলে সেই জায়গা অন্য কাজে ব্যবহার করতে পারেন আপনি।
(আরও পড়ুন: দিল্লির প্রবাসী বাঙালি? রাজধানীতে আয়োজিত কোন কোন পুজো মিস করবেন না এবার)
বক্স খাট: বক্স খাটের আইডিয়াটা অনেক পুরনো হলেও এখনকার নতুন বক্স খাট একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়। আগে যেমন পুরো খাট তুলে ভেতরে জিনিস রাখতে হত তেমন রাখতে হয় না এই সমস্ত খাটে। এই খাটের নিচে ছোট ছোট ড্রয়ারের মতো বক্স থাকে, যেগুলিতে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন।
দেওয়াল আলমারি: এখন প্রায় প্রত্যেক বাড়ি বা ফ্ল্যাটে এইরকম দেওয়াল আলমারি দেখা যায়। পুরনো যুগের আলমারি অনেকটা জায়গা নিয়ে নেয় কিন্তু এই সমস্ত আলমারি দেওয়াল লাগোয়া হয় বলে বেশি জায়গা লাগে না আবার আপনার জামা কাপড় সুন্দর করে রাখাও যায়।