বাংলা নিউজ > টুকিটাকি > Chicken Pox: চিকেন পক্সে কোন কোন খাবার সুপারফুড? কোন খাবার এড়িয়ে চলবেন? রইল স্পেশাল ডায়েট
পরবর্তী খবর
Health Tips: শীতের শেষ, বসন্তের আগমন। আর ঠিক এই সময়েই বাড়বাড়ন্ত বসন্ত রোগের। মাঘ-ফাল্গুনের এই সময়টায় অন্যান্য অসুখের সঙ্গে চিকেন পক্স বা জল বসন্ত দেখা দেয় অনেক বাড়িতে। বর্তমানে রোগটির চিকিৎসা উপলব্ধ রয়েছে। কিন্তু ওষুধের পাশাপাশি খাবারের দিকেও নজর রাখা উচিত। বসন্ত রোগ থাকাকালীন কিছু নির্দিষ্ট খাবার শরীরের জন্য বেশ উপকারী। তাছাড়া এই খাবারগুলি দ্রুত রোগ থেকে সেরে উঠতেও সাহায্য করে। পক্স হওয়ার পর কিছুদিন শরীর বেশ দুর্বল থাকে। শারীরিক দুর্বলতা কাটাতেই পাতে রাখুন এই সমস্ত খাবার।
চিকেন পক্স বা জলবসন্ত (Chicken Pox) আদতে কী?
চিকেন পক্স বা জলবসন্ত আদতে একটি ভাইরাসঘটিত রোগ। পাশাপাশি এই রোগের ভাইরাস ছোঁয়াছুঁয়ির মাধ্যমে সংক্রমণ ছড়ায়। এছাড়াও, এটি বায়ুবাহিত রোগ। অর্থাৎ ছোঁয়াছুঁয়ি না হলেও রোগ ছড়াতে পারে। ভারিসেল্লা ভাইরাসের আক্রমণে এই রোগ হলে বিভিন্ন অঙ্গে জলভরা গুটি দেখা যায়। তরল পদার্থে ভর্তি গুটিগুলিতে প্রচণ্ড চুলকানি হয়। একই সঙ্গে জ্বর আসে। তাই রোগটি হলে রোগীকে আলাদা ঘরে রেখে সুশ্রুষা করার দরকার পড়ে। সবাই রোগীর সুশ্রুষাও করতে পারেন না। সাধারণত যার একবার এই রোগ হয়ে গিয়েছে, তিনি সুশ্রুষা করলেই রোগটি কম ছড়ায়।আরও পড়ুন - জিন নয়, বেশিরভাগ মানুষের বাঁচামরার হিসেব নাকি এদের হাতেই, চমক গবেষণায়
আরও পড়ুন - শুধু দই না দই ভাত? গরমে অ্যাসিডিটি এড়িয়ে পেট ঠাণ্ডা রাখতে কোনটি খাবেন