Tea Leaves Reuse benefits: চা পানের পর পাতা ফেলবেন না একদম! বাসনের চিটে তোলা থেকে রূপের যত্নে লাগান কাজে
Updated: 13 Jan 2023, 03:29 PM IST Sritama Mitra 13 Jan 2023 benefits of tea leaves after drinking, how tea leaves can be used after drinking, amazing benefits of used tea leaves, চা খাওয়ার পর পাতা কীভাবে ব্যবহার করবেন, চা পানের পর পাতা দিয়ে কী কী উপকার পাওয়া যায়যেকোনও বাঙালি বাড়িতে অন্তত দু'বেলা তো চা হয়েই থাকে। আর বাঙালি গৃহস্থে চায়ের কাপে ঝড় তোলা কোনও নতুন ঘটনা নয়! তবে চা পানের পর কি সেই চা পাতা ধরে ফেলে দেন? এখন থেকে তা করবেন না! কারণ, চা তৈরির পর পড়ে থাকা চা পাতা বাড়ির বহু কাজে লাগানো যায়। জেনে নিন সেগুলি।
পরবর্তী ফটো গ্যালারি