Bayeux Tapestry Museum: ১১ শতকে তৈরি হয়েছিল মহামূল্য বিয়া ট্যাপেস্ট্রি (নানা রঙের সুতোর কারুকাজ করা বস্ত্রচিত্র)। প্রায় এক হাজার বছর ধরে সারা বিশ্বের কাছে শিল্পের এক অমূল্য নিদর্শন হয়ে আছে। ফ্রান্সের একটি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এই বিশেষ ট্যাপেস্ট্রি। আগামী ২ বছরের জন্য এবার গায়েব হয়ে যাবে শিল্পবস্তুটি। কারণ? বিয়া ট্যাপেস্ট্রি মিউজিয়ামের তরফে বলা হয়েছে, মহার্ঘ এই শিল্পবস্তুটি রক্ষণাবেক্ষণের জন্য এর প্রদর্শনী বন্ধ রাখা হবে। আগামী ২ বছর ধরে দ্রব্যটির রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আর সেই সময়টুকু বন্ধ রাখা হবে এর প্রদর্শনী।
কবে থেকে বন্ধ থাকবে
ফ্রান্সের ওই মিউজিয়াম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে মিউজিয়াম বন্ধ রাখা হবে। মিউজিয়ামটি পুনরায় খোলা হবে ২০২৭ সালের ১ অক্টোবর। এর মধ্যে দীর্ঘ ২ বছর ১ মাস অর্থাৎ ২৫ মাস ধরে চলবে ট্যাপেস্ট্রির রক্ষণাবেক্ষণের কাজ।
আরও পড়ুন - ‘হারিয়ে যাওয়া সম্পর্ক…’ ক্যাকটাসের নতুন অ্যালবাম নিয়ে কথার ফাঁকেই সিধু বললেন…
কোন কাহিনি ফুটে উঠেছে?
নর্ম্যান্ডির ডিউক উইলিয়াম ব্যাটল অব হেস্টিংস শেষে ১০৬৬ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা হতে যান। সেই কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে ট্যাপেস্ট্রিতে। তবে এর বিশেষত্ব উলের বুননে। গোটা শিল্পবস্তুই নির্মিত হয়েছে উলের জমাট বুননে।
আরও পড়ুন - ‘শরীর খারাপ লাগলেই ফোন করত’ ট্যাংরাকাণ্ডে HT বাংলায় মুখ খুললেন ডাক্তার প্রতিবেশী
শিল্পবস্তুটি দেখার বিশেষ ব্যবস্থা
এই বিশেষ শিল্পবস্তুটি সঠিকভাবে দেখা ও বোঝার জন্য মিউজিয়ামটি তিন ভাগে বিভক্ত। তিনটি ভাগ শিল্পটির তিনটি বিশেষ দিককে তুলে ধরে। মৃদু আলোকসজ্জা শিল্পবস্তুটির প্রাচীনত্ব ও বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলার কাজে ব্যবহার করা হয়েছে। মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ট্যাপেস্ট্রিটি একটি অন্ধকারময় স্থানে রয়েছে। সেখানে একমাত্র আলো রয়েছে ট্যাপেস্ট্রির নিজের। আলোর এই বিশেষ সজ্জার মাধ্যমে ভিন্ন ব্যাখ্যা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে।
তিন ভাগে বিভক্ত
শিল্পবস্তুটি বোঝার সুবিধার্থে মিউজিয়ামে ষোলোটি ভাষায় অডিয়ো গাইড রয়েছে। এই অডিয়ো গাইডগুলি নিরন্তর কমেন্টারির সাহায্যে বুঝিয়ে দেবে ট্যাপেস্ট্রির খুঁটিনাটি। তবে এই সবই আগামী ২ বছরের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মিউজিয়াম। ২০২৭ সালের ১ অক্টোবর থেকে ফের দেখা যাবে এই সহস্রাব্দ প্রাচীন শিল্প।