করোনাভাইরাসের আতঙ্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। কিন্তু তার মধ্যেই নতুন করে ভয় দেখাতে শুরু করেছে নোরোভাইরাসের সংক্রমণ। আমেরিকায় এই ভাইরাস দুশ্চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। অনেকের মতে, করোনার চেয়েও মারাত্মক আকার ধারণ করতে পারে এই ভাইরাসের সংক্রমণ।
জানুয়ারি থেকেই আমেরিকায় এই ভাইরাসের সংক্রমণ বাড়ছিল। কোভিড বিধি শিথিল হতেই আরও মারাত্মক আকার ধারণ করেছে এই ভাইরাসের সংক্রমণ।
কী এই Norovirus?
মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি বমি এবং পেটের সমস্যা সৃষ্টি করে। ঠিক সময়ে চিকিৎসা না হলে রোগীর বিপদ বাড়তে পারে। খাবার এবং জলের সঙ্গে ভাইরাস শরীরে ঢুকতে পারে। তাছাড়া আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলেও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে।
Norovirus-এর উপসর্গগুলি কী কী?
- জ্বর
- পেটের গণ্ডগোল
- বমি বমি ভাব
- পেটের প্রচণ্ড ব্যথা
- গাঁটে গাঁটে ব্যথা
Norovirus-এর চিকিৎসা
প্রথমেই এই ভাইরাসে আক্রান্তদের খুব যত্নে রাখত হবে। পাশাপাশি দেখতে হবে, তাঁরা যেন অন্যদের সংস্পর্শে বিশেষ না আসেন। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের পাশাপাশি প্রচুর পরিমাণে জল খেতে হবে।
Norovirus থেকে বাঁচার উপায়
- হাত পরিষ্কার রাখতে হবে।
- ফল এবং শাকসবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে।
- এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যেন কোনওভাবেই অন্যদের খাবারের কাছাকাছি না যান।
- অপরিচ্ছন্ন পোশাক এড়িয়ে যেতে হবে।