Sundarban Tour: বড়দিনে সুন্দরবন? পর্যটকদের সংখ্য়া বেধে দিল বনদফতর, পরিবেশ রক্ষায় কড়াকড়ি
Updated: 24 Dec 2024, 04:35 PM ISTচাইলেন আর অনলাইন বুকিং হয়ে যাবে এমনটা নয়। এবার সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকদের সংখ্য়া বেধে দিল বনদফতর।
পরিবেশগত কারণেই বনদফতর এই কড়াকড়ি করছে। কারণ অতিরিক্ত বোট যদি সুন্দরবনে একসঙ্গে নেমে পড়ে তাহলে সুন্দরবনের পরিবেশের সমস্যা হতে পারে। সেকারণেই এই কড়াকড়ি করা হচ্ছে। কারণ সুন্দরবনে পরিবেশবিধি মানাটা অত্যন্ত দরকার। প্রতীকী সংগৃহীত ছবি
পরবর্তী ফটো গ্যালারি