জুবিন গর্গের মৃত্যুতে শুধু গোটা অসম নয়, শোকস্তব্ধ গোটা বিশ্ব। জীবদ্দশায় একাধিক ভাষায় প্রায় ৪০০- এর বেশি গান গেয়েছেন এই গায়ক। তবে হয়তো এই ব্যাপারটা কেউ জানতেন না, জুবিন গর্গের সর্বশেষ ছবি এখনও মুক্তি পায়নি। গায়কের সর্বশেষ প্রজেক্ট নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা।
সংবাদ সংস্থা এ এন আই এর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে গরিমা বলেন, ‘আমরা একটি ছবি নিয়ে কাজ করছিলাম, যা এখনও মুক্তি পায়নি। ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে। এটাই হবে ওঁর শেষ ছবি। ছবির নাম রোই রোই বিনালে। ও যেমন চেয়েছিল, ঠিক সেই ভাবেই আমাদের কাজ করতে হবে। যেদিন কথা ছিল সেদিনই মুক্তি পাবে ছবিটি।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
গরিমা আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত এই ছবির ভয়েস ডাবিং শেষ হয়নি এখনও। তবে এই ছবিতে একেবারে অন্য চরিত্রে ধরা দিয়েছিল ও। একজন অন্ধ শিল্পীর চরিত্রে অভিনয় করেছিল জুবিন। এই সিনেমার গল্পটি ছিল সম্পূর্ণ সঙ্গীত প্রেমের গল্প। আমার মনে হয়, এই সিনেমার গল্প সবার খুব পছন্দ হবে।’
গরিমা বলেন, ‘তবে আমরা এখনও ডাবিং-এর কাজ করতে পারিনি। খুব স্বাভাবিকভাবেই এটা এই ছবির জন্য এমন একটা শূন্যতা তৈরি করবে যা কখনওই পূরণ হওয়ার নয়। তবে ছবির অন্যান্য কাজ এবং সঙ্গীতের কাজ সবকিছুই আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
প্রসঙ্গত, মঙ্গলবার গুয়াহাটিতে সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। জুবিনের বোন পামে বোর ঠাকুর দাদার শেষকৃত্য সম্পন্ন করেন। প্রায় কয়েক লক্ষ মানুষের সামনে শেষকৃত্য সম্পন্ন হয় অসমের সন্তান জুবিনের। এই জনস্রোত দেখে জুবিনের নাম লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকাই অচৈতন্য হয়ে পড়েন সঙ্গীতশিল্পী। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। অবশেষে প্রাইভেট বিমানে করে অসমে নিয়ে আসা হয় জুবিনের মরদেহ। এরপর সসম্মানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।