
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সারেগামাপা-র চলতি সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী হিসাবে উঠে এসেছে ঘাটালের মেয়ে অঙ্কনা। তাঁর প্রত্যেক পারফরম্যান্স মন ছুঁয়েছে বিচারক ও দর্শকদের। তবে শনিবারের রাতে অঙ্কনার গান মুগ্ধ করল না জাভেদ-রাঘব-ইমনদের।
শনিবারের এপিসোডে অঙ্কনার সঙ্গ দিতে হাজির হয়েছিল সারেগামাপা-র গত সিজনের অ্যালবার্ট কাবো। জি টিভি সারেগামাপা-র খেতাব জিতে কাবো এখন জাতীয় স্তরে নিজের পরিচিতি তৈরি করেছে। অঙ্কনার সঙ্গে ‘অগর তুম সাথ হো…’ গাইতে শোনা গেল কাবোকে। গান গাইবার পাশাপাশি শুরু থেকেই অঙ্কনার ‘হুইসলিং’ নজর কেড়েছে। অবন্তী সিঁথির পর নতুন ‘শিসপ্রিয়া’ হিসাবে পরিচিত পেয়েছেন তিনি। তবে এবার তাঁর শিস দেওয়াতেই আপত্তি জানালেন বিচারকরা!
কাবো বিচারকদের কাছে প্রশংসা কুড়ালেও এদিন অঙ্কনায় হতাশ জাভেদ আলি-জোজোরা। পারফরম্যান্স শেষে খুদে অঙ্কনার উদ্দেশে জাভেদ বলেন, ‘আমার মনে হয় ভোকালিস্টের কখনও উচিত নয় হুইসলিং করা, এতে গলায়’। জাভেদের কথা ধার করে নেন কৌশিকি এবং ইন্দ্রদীপ। তাঁদের টিমেরই অংশ অঙ্কনা। ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, ‘শিস দিলে ভোকাল কর্ড শুকনো হয়ে যায়।’ কৌশিকিও বলেন, ‘একদম, ভোকাল কর্ডের ফেক্সিবিলিটি নষ্ট নয়। যে সারল্যের সঙ্গে গান গাওয়া যায়, সেটা কম্প্রোমাইজ হয়’।
এরপর জাভেদ আলি যোগ করেন, ‘তুমি যে গানটা গাইবে তার মাঝখানে শিস দিও না। আর যদি তুমি গায়িকা হতে চাও তাহলে তো হুইসলিং করোই না, কারণ এতে গলা নষ্ট হয়’। ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, ‘আমার মনে হয় এবার হুইসলিংটা তোমার বন্ধ করা উচিত, সেটা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত’।
এদিন কাবোর উদাহরণ টেনে শান্তনু মিত্র বলেন, ‘কাবো যখন প্রথমে এসেছিল, ও বলত আমি কিছু জানি না। কোনওকিছু শেখার সেরা মাধ্যম হল, যা জানো সেটা ভুলে যাও…’।
এদিন অন্তরাও হাতে ধরে অঙ্কনার ভুলগুলো ধরিয়ে দেয়। বিচারকদের থেকে এদিন মাত্র ২৪ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অঙ্কনাকে। জাভেদ ও জোজো তাঁকে ৯ নম্বর দেয়, ইমন-রাঘবের জুটির থেকে মাত্র ৭ নম্বর পেয়েছে অঙ্কনা। অন্তরা-শান্তনু জুটি ৮ নম্বর দেয় অঙ্কনাকে।
শনিবারের পারফরম্যান্সে কাউকে মুগ্ধ করতে না পারলেও রবিবার নচিকেতা স্পেশ্যাল পর্বে চমক দেখাবেন অঙ্কনা। ‘এই মন ব্যাকুল যখন তখন’ গান গেয়ে নচিকেতার থেকে বাহবা কুড়োবেন তিনি। পারফরম্যান্স শেষে মন্ত্রমুগ্ধ নচিকেতা বলে ওঠেন, ‘সেইসময় যদি তুই থাকতিস, এই গানটা তুই গাইতিস’। কিন্তু প্রশ্ন হল, এবার থেকে কি সত্যি আর শিস দেবেন না অঙ্কনা? সেটা জানা যাবে আগামিতে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports