
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
স্টার জলসায় একটা নয়, পরপর দুটো ধারাবাহিক আসছে। সেটাকে বাজিমাত করতে এবার প্রস্তুত জি বাংলাও। আর এই নতুন ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন খেয়ালি মণ্ডল। 'আলতাফড়িং' ধারাবাহিকের পর তিনি আবার এই ‘মিলি’ ধারাবাহিকের হাত ধরে ফিরছেন। হ্যাঁ, জি-এর নতুন মেগার নাম ‘মিলি’। এখানে খেয়ালির বিপরীতে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে।
অনুভব এর আগে মূলত বড় পর্দা এবং ওয়েব মাধ্যমে কাজ করেছেন। তাঁর সম্পূর্ণা ওয়েব সিরিজটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবার তিনি ছোট পর্দায় পা রাখতে চলেছেন।
জি বাংলার তরফে গতকাল রাতে ‘মিলি’ ধারাবাহিকের প্রোমো পোস্ট করা হয়। এই প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে মিলির বিয়ের রাত। সে তৈরি হচ্ছে। এমন সময় তাকে তার হবু বর ফোন করে তার দেওয়া হিরের নেকলেস পরা অবস্থায় ছবি চায়। কিন্তু মিলি জানায় সে বিয়ের পিঁড়িতে একেবারে মুখ দেখাবে। এরপর বিয়ের মণ্ডপে শুভদৃষ্টির আগেই এক ব্যক্তি এসে গুলি ছুঁড়তে থাকে। ভয়ে আতঙ্কে নতুন বউকে মণ্ডপে ফেলে রেখে পালিয়ে যায় সকলেই। হ্যাঁ, এমনকি তার হবু বরও। পান পাতা সরিয়ে সেই দুষ্কৃতির মুখ দেখে মিলি। তাকে কিডন্যাপ করে নিয়ে যায় সেই ব্যক্তি। মিলি তাকে বলে এতদিন পর সে যখন ভালোবাসা পেল সে কেন এমনটা করল? সেই দুষ্কৃতি জানায় রাহুলের সঙ্গে বিয়ে হলে সর্বনাশ হতো। আর এটা মিলি একদিন ঠিক বুঝবে যে ওর কত বড় বিপদ সে দূর করল। সব শেষে সে তার নাম জানায়, সূর্য। এই প্রোমোতে ‘শাহজাহান রেজেন্সি’র জনপ্রিয় গান কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবা ছাড়া বাজতে শোনা যায়। আপাতত এই প্রোমো চ্যানেলের তরফে ডিলিট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'হরগৌরীর মতো এটাও জনপ্রিয় হবে', লাভ বিয়ে আজকাল শুরুর আগেই আত্মবিশ্বাসী গোটা টিম!
তবে কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে সেটা এখনও জানা যায়নি। কেবল প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। তবে এটুকু নিশ্চিত আবারও জি বাংলার কোনও ধারাবাহিকের কপাল পুড়তে চলেছে। অন্যদিকে কোন ধারাবাহিক বন্ধ হবে সেটার দিকে নজর থাকার পাশাপাশি সবার লক্ষ্য আরও একটা দিকে। খেয়ালি আর অনুভবের জুটিটা কতটা জমে সেটা দেখার। তবে এটা যে একটু হটকে লাভ স্টোরি হতে চলেছে সেটা স্পষ্ট।
অন্যদিকে স্টার জলসায় আজ থেকে শুরু হচ্ছে ওম সাহানি এবং নবাগতা মৌমিতা সরকার অভিনীত ‘লাভ বিয়ে আজকাল’। একই সঙ্গে ‘তোমাদের রাণী’ নামক আরও একটি ধারাবাহিক আসছে সেখানে। যদিও সেটার সম্প্রচারের দিন এখনও জানানো হয়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports