এখন শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। সেপ্টেম্বর মাসেই এবার দুর্গাপুজো। যদিও দুর্গোৎসবের উদযাপন শুরু মহালয়া থেকে। আর রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডিপাঠ নিয়ে যেমন মাতামাতি রয়েছে, তেমনই টিভির মহালয়ার অনুষ্ঠান নিয়েই। প্রতিবছরই কয়েকমাস আগে থেকে শুরু হয়ে যায়, কে হবে এবারের দুর্গা।
ইতিমধ্যেই স্টার জলসার দুর্গা হিসেবে দেখা মিলেছে কোয়েল মল্লিকের। চর্চায় জল ঢালল জি বাংলাও। খবর আগেই ছিল যে দেবের ‘কিশোরী’ ইধিকা পালই হচ্ছেন এবারের দুর্গা। আর ইধিকাকে মহিষাসুরমর্নিনীর বেশে দেখে উত্তেজনার পারদ উঠল চরমে।
জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘জাগো মা জাগো দুর্গা’। ভিডিয়োতে দেখা গিয়েছে যে নারীদের উপর হওয়া অত্যাচারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা দুর্গা। ভিডিয়োর ভয়েজওভার বলছে, ‘যখনই দিকে দিকে লাঞ্ছিত হয় নারী, তখনই মাতৃষক্তির আবির্ভাব হয় তার সংহারকারিণী রূপে! আসছে ‘জাগো মা জাগো দুর্গা’ শুধুমাত্র জি বাংলার পর্দায়!’
গত বছর জি বাংলায় মহালয়ার শো-তে দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে ইধিকা এই প্রথম। বলা ভালো, সাফল্যের সপ্তমে রয়েছেন এখন দেবের নায়িকা। ছোট পর্দা দিয়ে শুরুটা হলেও, এখন বড় পর্দায় রাজত্ব করছেন ইধিকা। খাদান দিয়ে ভারতীয় সিনেমায় অভিষেক, যদিও সিনেমায় হাতেখড়ি হয়েছিল বাংলাদেশের নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা দিয়ে। আপাতত দুটো ছবি রয়েছে ইধিকার পাইপলাইনে। আর দুটোই দেবের বিপরীতে। একটি হল প্রজাপতি ২, আর অপরটি রঘু ডাকাত।
দেবী দুর্গার বেশে ইধিকাকে দেখে অবশ্য নানা মুনির নানা মত। একজন কমেন্টে লিখেছেন, ‘অপেক্ষার অবসান হল, থ্যাঙ্ক ইউ জি বাংলা এমন একটি উপহার দেওয়ার জন্য। খুব সুন্দর প্রোমোটা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে মহালয়া জমে যাচ্ছে। মহালয়াতে সবাই দেখতে ভুলবেন না জি বাংলার মহালয়া।’
দ্বিতীয় কমেন্টে লেখা হয়, ‘দেবী দুর্গার সাজে অসাধারণ লাগছে ইধিকাকে। চোখ জুড়িয়ে গেল।’ তৃতীয়জন লেখেন, ‘ইধিকাদি অসাধারণ’।