কদিন আগেই রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কারণ দুই বাংলা ধারাবাহিকের অভিনেতা নগ্ন ছবি ও ভিডিয়ো সামনে আসে হঠাৎই। তার মধ্যে একজন হলেন আনন্দী ধারাবাহিকের নায়ক ঋত্বিক মুখোপাধ্যায়। আরেকজন কথা সিরিয়ালের নায়ক সাহেব ভট্টাচার্য। যদিও সাহেব এই নিয়ে এখনও মুখ খোলেননি মিডিয়ায়। ফেসবুক প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন। শোনা যাচ্ছ, সাইবার সেলেরও দ্বারস্থ হয়েছেন তিনি।
তবে এবার ঋত্বিক তাঁর সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মিডিয়ায়। অস্বীকার করে জানালেন, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে সেই ছবি তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমে আন্দী-র নায়ক বললেন, ‘আমি প্রথমত কাজের চাপে খুব একটা গুরুত্ব দেইনি। তবে আমার কাছের বন্ধুবান্ধব যখন ব্যাপারটা বলল, আমি নড়ে বসলাম। আমি প্রথমে গুরুত্ব দিচ্ছিলাম না। ফেক ভিডিয়ো। কী আর করা যাবে।’
‘কিন্তু পরে যখন দেখলাম জলটা মাথার উপ দিয়ে চলে যাচ্ছে, তখন স্টেপ তো নিতেই হত। আমি ব্যাপারটা সাইবার সেলে জানিয়েছি। ওরা স্টেপ নিয়েও নিয়েছে বলে জানিয়েছে।’, বলেন ঋত্বিক।
অভিনেতার দাবি, ‘আমাকে যারা ছোটবেলা থেকে চেনে, তারা সবাই বলেছে, কোনোভাবেই দেখে মনে হচ্ছে না সেটা আমি। কারণ আমাকে কখনোই এরকম ছাপরির মতো দেখতে ছিল না। সরি এই ভাষাটা ব্যবহার করার জন্য। সত্যি আমাকে এরকম দেখতে ছিল বলে আমার বন্ধুবান্ধবরা দবি করছে না। সাইবার সেলও জানিয়েছে, মব করা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। খুব বাজেভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কে আমার পিছন থেকে এভাবে ছুড়ি মারল, তা আশ করি ঠিক সামনে আসবে।’
সঙ্গে ভক্তদের উদ্দেশে ঋত্বিকের বার্তা, ‘যারা আমার কাজ দেখে, তাঁদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা এতদিন ধরে আমাকে চেনো। তোমাদের কেউ বলে দিল আমার ভিডিয়ো, তোমরা বিশ্বাস করে নিলে, তাহলে আমার আর কিছুই করার নেই। আমি খুব জলদিই এটা নিয়ে একটা বিবৃতি দেব।’