পরম-স্পর্শে বদল এসেছে পিয়া জীবনে। অনুপম রায়ের সঙ্গে ভালোবাসার বিয়ে টেকেনি, তবে পরমব্রতয় নতুন ঘর বেঁধেছেন পিয়া চক্রবর্তী। গত কয়েক মাসে বারবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে থেকেছেন তিনি। পেশায় সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্য কর্মী পিয়া। গত ২৭শে নভেম্বর সকলকে চমকে দিয়ে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্য়ায়কে বিয়ে করেন পিয়া। আরও পড়ুন-জন্মদিনের রাতে পরমব্রতর মুখোমুখি অনুপম! বউদের ছাড়াই দু'জনে হাজির ফিল্মফেয়ারে
২০২১ সালের শেষে ভেঙেছিল পিয়া-অনুপমের ৬ বছরের দাম্পত্য। সেইসময়ই পরমব্রতর সঙ্গে পিয়ার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। অস্বীকার করেছিলেন দুজনেই। দু-বছরের মধ্যেই বিয়ে সেরে পুরোনো গুজবকে সত্যি প্রমাণ করেন তাঁরা। অনুপমকে ‘ধোকা’ দেওয়ার জন্য হাজারো প্রশ্ন ধেয়ে এসেছে পিয়ার দিকে, ওদিকে 'বন্ধুর বউ চোর' কটাক্ষে জেরবার হয়েছেন পরমব্রত। তবে গত মাসের শুরুতেই অনুপমের তৃতীয় বিয়ের পর পিয়ার উপর খানিক রাগ কমেছে নেটপাড়ার।
ট্রোল পুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের সুখী দাম্পত্যের টুকরো ঝলক হামেশাই তুলে ধরেন পরম-ঘরণী। শনিবার রাতেও পরমব্রতর সঙ্গে নিজের মিউজিক্যাল যুগলবন্দি তুলে ধরেন তিনি। গিটার বাজাচ্ছেন পরমব্রত, আর পিয়া গাইছেন রবীন্দ্রনাথের ‘আমি কান পেতে রই…’। দাম্পত্যের ‘গোপন কথা’ শোনাতেই নিমেষে এই ভিডিয়ো ভাইরাল সোশ্যালে। সেখানেই এক নেটিজেন হঠাৎ করে প্রশ্ন করে বসেন, ‘আপনার সন্তানেরা কোথায়?’

আজব প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেলেন পিয়া। সঙ্গে সঙ্গে লেখেন, ‘কার সন্তানদের কথা বলছেন?’ পরে সেই মহিলা নেটিজেনের উদ্দেশ্যে পিয়া ফের লেখেন,'ফ্যাক্ট চেক- আমাদের কোনও সন্তান নেই'। পরে অবশ্য ওই মহিলা সব দায় মিডিয়ার ঘাড়ে দিয়ে বলেন, ‘দুঃখিত, মিডিয়া মিথ্যে কথা বলে’।
পরমকে বিয়ের পরপরই তাঁদের বিয়ে ঘিরে তৈরি মিথ্যে রটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন পিয়া। সেইসময়ও সোশ্যাল মিডিয়ায় বারবার শোনা গিয়েছিল, অনুপম ও তাঁর দুই সন্তান রয়েছে। সেই নিয়ে পিয়া বিরক্তির সুরে জানিয়েছিলেন, ‘আমি শুনছি আমার দু’জন সন্তান আছে, যাদের অবহেলা করছি! এটা সম্পূর্ণ ভুল তথ্য। এর জেরে ন্যারেটিভটা এমন হল যেন আমার দুটো বিয়ের মাঝে কোনও গ্যাপ নেই। অমুকের বউ তমুককে বিয়ে করলেন, এই লাইনটার মধ্য়ে ভয়ঙ্কর মিসোজিনি রয়েছে। আমি যে দুই পুরুষের সঙ্গে লিঙ্কড, তাঁরা বিখ্যাত। তার মানে এই নয়, আমার পরিচিতি হবে আমি কারুর এক্স। আর যে দু’জন পুরুষের কথা আসছে, তাঁরাও কিন্তু কারুর প্রাক্তন'।
অনুপম ও পিয়ার কোনও সন্তান নেই। তবে পিয়ার এক চারপেয়ে ছানা রয়েছে, সেই সারমেয়র নিনা। তাঁকে নিয়েই পরমের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।