ঐশ্বর্যর সঙ্গে শত্রুতা? ঠিক কেমন সম্পর্ক? নিজেই মুখ খুলেছিলেন 'বং গার্ল' সুস্মিতা সেন
1 মিনিটে পড়ুন Updated: 04 May 2025, 05:39 PM ISTপ্রতিদ্বন্দ্বিতার গুজব উড়িয়ে সুস্মিতা বলেন…
সুস্মিতা আরও বলেন, ‘লোকজনের একটা বিষয় মনে রাখা উচিত — যদি আমাদের কখনও কোনও প্রতিদ্বন্দ্বিতা থাকে, তবে সেটা আমাদের নিজস্ব কাজে ছিল। আর সেটা এটা নিশ্চিত করার জন্য যে আমি আমার নিজের কাজে সেরা। আর তখনই মানুষকে একে অপরের সঙ্গে তুলনা করেন যখন উভয়ই নিখুঁত। আমাদের কেউই নিখুঁত নই। আমরা উভয়েই একটি নতুন ক্যারিয়ার শুরু করেছিলাম এবং নিজেরা নিজেদের জায়গা করে নেওয়ার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আর তাই কোনও তুলনা করা ঠিক নয়। এখানে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। এটা ভেবে খারাপ লাগে যে মানুষ তা বুঝতে পারে না। এমন একদিন আসবে, লোকজনের সব কিছু বলা শেষ হবে আর ঐশ্বর্য এবং আমিই শেষ হাসি হাসব।’
দীর্ঘ কেরিয়ারে সুস্মিতা এবং ঐশ্বর্য দুজনেই বলিউডে নিজেদের মতো করে জায়গা তৈরি করে নিয়েছেন। ঐশ্বর্য ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘মোহব্বতে’, ‘তাল’, ‘ধুম ’২ এবং আরও অনেক হিট ছবিতে তারকা খ্যাতি অর্জন করেছেন। সুস্মিতা 'কিঁউ কি ম্যায় ঝুঠ নাহিন বোলতা', ‘বিবি নং ১’, ‘মেইন হুন না’, ‘নো প্রবলেম’, সব বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তিনি সাম্প্রতিক সময়ে 'আরিয়া' এবং ‘তালি’র মতো ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। ছবিতে দেখা অন্যদিকে ঐশ্বর্যকে শেষবার মণি রত্নমের পোন্নিয়িন সেলভন ২-তে দেখা গেছে। তবে তাঁদের ফের কবে পর্দায় দেখা যাবে, তা তাঁরা জানাননি।