
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তিনি বলিউড ‘কিং’ শাহরুখ খান। আর তাই হয়তবা মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি হতে চলেছে তাঁর হাত ধরেই। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিতে চলেছেন শাহরুখ খান। ৫ মে সোমবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেট মেট গালায় পা রাখতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান। তার আগে রবিবার সকালে নিউ ইয়র্ক বিমানবন্দরে নামেন কিং খান। সঙ্গে ম্যানেজার পূজা দাদলানি।
এদিকে বলিউড কিং সেখানে যাচ্ছেন, সেখবর পৌঁছে গিয়েছে সেদেশে বসবাসকারী প্রবাসী অনুরাগীদের মধ্যেও। তাই এদিন সকাল থেকেই শাহরুখকে দেখতে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের অপেক্ষা করছিলেন বেশকিছু অনুরাগী। পরনে সাদা টি-শার্ট আর ধূসর জ্যাকেট, এদিন এমনই ছিমছাম লুকেই বিমানবন্দরে পা রাখবেন অভিনেতা।
এদিন টার্মিনালে উপস্থিত অনুরাগীরা শাহরুখকে এক ঝলক দেখেই আনন্দিত হয়ে ওঠেন। এক মহিলা অনুরাগী এসে 'কিং' খানের গলা জড়িয়ে ধরেন। নাহ, পাল্টা তিনিও বাধা দেননি বা নিরাপত্তারক্ষীকেও সরিয়ে দিতে বলেননি। সাদরে গ্রহণ করে সেই মহিলা অনুরাগীর উষ্ণ অভ্যর্থনা। টার্মিনাল থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও এক অনুরাগীর সঙ্গে আন্তরিক তবে কিছুটা দ্রুত করমর্দন করতেও যায় বলিউড সুপারস্টারকে। সেই ছবি ও ভিডিয়ো উঠে এসেছে অভিনেতার ফ্যান পেজে।
বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেটে শাহরুখ কী পরবেন তা নিয়ে লোকজনের আগ্রহ থাকবে বৈকি। জানা যাচ্ছে, ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক পরতে চলেছেন বাদশা। যে পোশাক শিল্পীর জন্য কিনা আজ বিশ্বব্যাপী ভারতীয় স্টাইল এবং কারুশিল্প প্রশংসিত হচ্ছে, মেট গালায় তাঁরই ডিজাইনার পোশাকে সাজবেন শাহরুখ।
তবে শুধু শাহরুখই নন এবার মেট গালায় অভিষেক হতে চলেছে হবু মা, অভিনেত্রী কিয়ারা আডবানির। শোনা যাচ্ছে, গৌরব গুপ্তার একটি কাস্টম পোশাকে দর্শকদের সামনে হাজির হবেন কিয়ারা। এছাড়াও এবার প্রথমবারের জন্য মেট গালায় দেখা যাবে গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। অর্থাৎ ৫ মে এই মেট গালা চলতি বছরের সবচেয়ে গ্ল্যামারাস রাতগুলির মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports