স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডলের সুখী দাম্পত্য সব সময়ই থাকে চর্চায়। ‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে অপরাজিতা ওরফে ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে এবং ছেলের বউয়ের ভূমিকায় অভিনয় করতে গিয়েই স্বর্ণদীপ্ত এবং অর্পিতার প্রেমের শুরু হয়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসের শেষ দিকে বিয়েও করেন তাঁরা। এবার পুজোর আগে বরকে বিশেষ বার্তা দিলেন অর্পিতা।
আরও পড়ুন: ‘গর্ভবতী অবস্থায় খেতে দেয়নি, বোনের সঙ্গে একঘরে…’, শানুকে নিয়ে বিস্ফোরক ১ম স্ত্রী
সোমবার নায়িকা স্বর্ণদীপ্তর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন। পুজোর আগে আলোয় মোড়া শহর আর সেই আলোর মাঝে হাসি মুখে দাঁড়িয়ে অভিনেতা। তাঁর ছবিগুলি শেয়ার করে অর্পিতা ক্যাপশনে লেখেন, ‘এমনি পোস্টালাম তোমার কয়েকটা ছবি। আসলে কিছু কথা বলার ছিল। যে কথাগুলো বলতে চাই সেগুলো সবার কাছে অতটাও দামী না কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। সবার আগেই বলি তুমি মানুষটা সত্যিই যেমন প্লিজ প্লিজ সেরকমই থেকো। ডাউন টু আর্থ থেকো চিরটাকাল। যেভাবে নিজের ব্যবহার দিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা কুড়োতে পারো আজকাল কার দিনে আমাদের জেনারেশন এর বেশিরভাগ ক্ষেত্রেই আসতে আসতে তা বিলুপ্তির পথে।’
আরও পড়ুন: মঙ্গলে ফের জুবিনের ময়নাতদন্ত! মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন,পথ অবরোধ ক্ষুব্ধ ফ্যানেদের