২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবিটি ঘিরে সেই সময় শুরু হয়েছিল জোর জল্পনা কল্পনা। ফের বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য বেঙ্গল ফাইলস' ছবি নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিবেক।
জানা গিয়েছে, ‘বেঙ্গল ফাইলস’ ছবির ওপর করা এফ আই আর-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। লেকটাউন থানায় পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই নিয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আগামী শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে ১৯ আগস্ট। এই রায়ে সাময়িকভাবে স্বস্তিতে বিবেক অগ্নিহোত্রী, পল্লবী জোশি এবং অভিষেক শর্মা। তবে আগামীদিনে কী হতে চলেছে সেটা একমাত্র সময় বলতে পারবে।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
গত বছর অক্টোবর মাসে যখন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল, তখন রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সর্বত্র। বিবেক প্রথমে এই ছবিটির নাম রেখেছিলেন ‘দ্য দিল্লি ফাইলস’, যদিও সাবলাইনে বাংলার কথা উল্লেখ করা ছিল। খুব স্বাভাবিক ভাবেই তাই সকলেই বুঝে গিয়েছিলেন এই ছবিটির সঙ্গে বাংলার একটা যোগ থাকবেই।
যদিও পরবর্তীকালে ছবির নাম বদলে দেন পরিচালক। নাম রাখেন ‘দ্য বেঙ্গল ফাইলস’। কিন্তু ছবির টিজার মুক্তি পেতেই আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। লেকটাউনে ছবির বিরুদ্ধে যে এফএইআর দায়ের করা হয়, সেখানে দাবি জানানো হয়, এই ছবিটি যাতে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।
এই সিনেমাটি মুক্তি পেলে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হবে বলে অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে এও জানানো হয়, ছবিটি আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিতে পারে। সব মিলিয়ে টিজার এবং ট্রেলারে যা দেখানো হয়েছে, তা আগামী দিনে সমস্যা তৈরি করতে পারে বলে অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
যদিও এই অভিযোগের ওপর আপাতত অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ছবিতে গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা চরিত্রে অভিনয় করবেন সৌরভ দাস, যিনি একসময় শাসকদলের সদস্য ছিলেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি সহ আরও অনেকে।