রবিবার লন্ডনের রাস্তায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে দেখা যায়। সাধারণ পোশাক পরে, ভিড়ের মধ্যে মিশে গিয়ে, এই দম্পতি ধরা পড়লেন এক ভক্তের ক্যামেরায়। শুধু তাই নয়, তাঁদেরকে এক পথচারীর সঙ্গে হালকা মেজাজে কথা বলতে ও হাসাহাসি করতেও দেখা যায়।
কোনো নিরাপত্তারক্ষী ছাড়াই, একেবারে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছিলেন বিরাট ও অনুষ্কা। যা ভারতে থাকলে নিঃসন্দেহে অসম্ভব। তবে বিরাটের এই এখ ঝলক দেখেই তাঁর ভক্তরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সঙ্গে এই ছোট্ট ফুটেজকে নেটিজেনরা ‘খ্যাতির চেয়ে শান্তি ভালো’ বলে বর্ণনা করেছেন। তবে ক্রিকেটপ্রেমীরা ব্যাখ্যা করতে ভোলেননি, তাঁর কতটা মিস করছেন নিজেদের প্রিয় ব্যটসম্যানকে।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তান আকায়ের জন্মের পর কোহলি ও অনুষ্কা লন্ডনে চলে যান। এর আগে এপ্রিলে, বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী, ডাঃ শ্রীরাম নেনে, রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব শো-তে খোলসা করেন যে, অনুষ্কা একবার তাঁর সঙ্গে লন্ডনে তাদের সন্তানদের স্বাভাবিক পরিবেশে বড় করা নিয়ে কথা বলেছিলেন।
ডাঃ নেনে বলেছিলেন, ‘আমি ওঁদেরকে খুব সম্মান করি। আমরা ওঁদের সঙ্গে অনেকবার দেখা করেছি; খুব ভালো মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, যা সত্যিই বেশ শিক্ষণীয়। একদিন অনুষ্কার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, এবং এটা খুবই মজার ছিল। ওঁরা লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছিলেন কারণ এখানে ওঁরা সাফল্য উপভোগ করতে পারেন না। ওঁরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান, আমরা সেটা বুঝি কারণ ওঁরা যাই করেন, সেটাই লোকের মনোযোগ আকর্ষণ করে। অনুষ্কা ও বিরাট খুব ভালো মানুষ, এবং ওঁরা শুধু তাঁদের সন্তানদের স্বাভাবিকভাবে মানুষ করতে চান’
কোহলি কবে মাঠে ফিরবেন?
এই ভারতীয় তারকা মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই তাঁকে এখন শুধু ওডিআই ফর্ম্যাটে দেখা যাবে। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে, কারণ এই মাসের শুরুতে একটি মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরই তাঁর শেষ হতে পারে। এর ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলির খেলার আশা খুব কম মনে করতে থাকে একাংশ। তবে, ৩৬ বছর বয়সী ক্রিকেটার খুব সম্ভবত সেই জল্পনা থামিয়ে দেন, যখন তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেন যেখানে বলা হয়েছিল যে বিরাট অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
অনুষ্কার সিনেমা:
২০১৭ সালের পর আর সিনেমায় দেখা যায়নি অনুষ্কাকে। জিরো ছবিই তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। মাঝে চাকদা এক্সপ্রেসের শ্যুট করলেও, তা বিশেষ জটের কারণে আটকে রয়েছে। আসার কথা ছিল নেটফ্লিক্সে। চাকদা এক্সপ্রেসের কাজ অনুষ্কা যদিও নিয়েছিলেন প্রেগন্যান্সির আগেই। করোনা লকডাউনের পর এই সিনেমার কাজ হয়েছিল। মেয়ে ভামিকাকে সামলেই শ্যুট করেছিলেন অনুষ্কা। তবে ২০২১ সালের পর থেকে, নতুন কোন কাজে আর হাত দেননি। কিছু বিজ্ঞাপন ও ম্যাগাজিনের কভারের জন্য কাজ করেছেন শুধু।