বড়দিনের আমেজে ভেসে গিয়েছিল গোটা শহর। পার্ক স্ট্রিট তো বটেই, ভিড় উপচে পড়েছিল পাটুলি, বো ব্যারাক সহ বিভিন্ন চার্চে। কিন্তু এদিন বো ব্যারাকে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে রীতিমত তাজ্জব নেটিজেনরা। আর সেখানকার বড়দিনের একটি ভিডিয়ো এদিন দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী ঘটেছে বো ব্যারাকে?
এদিন যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রতিবারের মতোই বড়দিন উপলক্ষ্যে আলোর মালায় সেজে উঠেছে কলকাতার বো ব্যারাক। আর সেই পথেই ভিড় উপচে পড়ছে। সঙ্গে তারস্বরে চলছে ভুল ভুলাইয়া ছবিটি থেকে আইকনিক গান হরে কৃষ্ণ হরে রাম। আর সেই গানের তালেই রাস্তাতেই উত্তাল নাচছে জনতা। সেই নাচের কেউ ভিডিয়ো বানাচ্ছেন, তো কেউ আবার নিজেই যোগ দিয়েছেন।
এদিন এক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'খৃষ্টে আর কৃষ্টে কোনও তফাৎ নাই রে ভাই.… -অ্যান্টনি ফিরিঙ্গি।' আরেকজন লেখেন, 'বাঙালি খ্রীষ্ট নয়, উৎসব ভালোবাসে।' কেউ লেখেন, 'দেখেই বিরক্ত লাগলো, বড়দিনে লাস্ট 2019 এ গেছিলাম বো ব্যারাকে, তখনের পরিবেশ অনেক অনেক ভালো ছিল। এখন সব কিছুই লোক দেখানোর সাথে সাথে উচ্ছৃঙ্খল।'
এক ব্যক্তি আর জি কর প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে লেখেন, 'এদের দেখে মনে হয় না এই শহরের বুকে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আর এই ধরনের ঘটনা রোজ বাংলার বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। সেই অভয়ার মা বাবা এখনও বিচার পায়নি সরকারি নিষ্ক্রিয়তায়।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'এখানে কি কারও বিয়ে লেগেছে? এমন পাগলের মতো নাচছে কেন?' ষষ্ঠ ব্যক্তি লেখেন, 'বো ব্যারাককে একেবারে নষ্ট করে দিল।'
আরও পড়ুন: যুবরাজের বায়োপিকে মুখ্য ভূমিকায় সিদ্ধান্ত? জল্পনা উসকে কী লিখলেন অভিনেতা?