চলতি বছরের অগস্ট মাসেই ঘোষণা করা হয় যে ভারতের অন্যতম তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বায়োপিক আসতে চলেছে। আর তারপর থেকেই এই ছবি নিয়ে যুবরাজের অনুরাগীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। কেবল যুবির ফ্যান নয়, সিনেমা প্রেমীরাও মুখিয়ে আছেন এই ছবির জন্য। যদিও মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে সেটা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বরং রহস্য জিইয়ে রাখা হয়েছে। নানা জল্পনাও শোনা যাচ্ছে যে এই চরিত্রে কাকে দেখা যেতে পারে সেটা নিয়ে। আর তার মাঝেই সিদ্ধান্ত চতুর্বেদি আভাস দিলেন তাঁকে এই চরিত্রে দেখা গেলেও যেতে পারে। কী জানালেন অভিনেতা?
যুবরাজের বায়োপিক নিয়ে কী জানালেন সিদ্ধান্ত চতুর্বেদি?
এদিন একটি পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত চতুর্বেদি জানান যুবরাজের চরিত্র পর্দায় করতে পারা তাঁর কাছে স্বপ্নের মতো। আর এরপরই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি তাঁকেই যুবরাজ সিংয়ের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে? এখন আনুষ্ঠানিক ঘোষণার জন্য যে দর্শকরা মুখিয়ে বসে আছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এদিন সিদ্ধান্ত ইনস্টাগ্রামে একটি আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই এই জল্পনা উসকে দেন সিদ্ধান্ত। জানান তাঁর স্বপ্নের চরিত্রটি কোনটি। এদিন এক ব্যক্তি যখন জানতে চান যে তাঁর ড্রিম রোল কী? তখন জবাবে সিদ্ধান্ত যুবরাজের একটি ছবি পোস্ট করেন ভারতের জার্সি পরা। সঙ্গে একটি সিংহের ইমোজিও দিয়েছেন তিনি। আর এই পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সিদ্ধান্ত ব্যবহার করেছেন ডিভাইনের জংলি শের গানটি। আর তারপরই অনুরাগীদের মধ্যে এই বিষয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

টি সিরিজের তরফে যুবরাজ সিংয়ের এই বায়োপিক নিয়ে আসা হবে। টি ফিল্মসের তরফে সোশ্যাল মিডিয়ায় ২০২৪ সালের অগস্ট মাসে এই ছবির কথা ঘোষণা করা হয়। জানানো হয়েছে এই ছবিতে যুবির অন এবং অফ ফিল্ডের নানা কাহিনি, নানা অভিজ্ঞতার কথা তুলে ধরা হবে। বিশেষ করে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে তাঁর ছয়টা ছয় মারার অংশটি দেখানো হবে এই ছবিতে। সঙ্গে ব্যক্তিগত জীবনে তিনি যে ঝড়ঝাপটা সামলেছেন সেই গল্পও উঠে আসবে।
সিদ্ধান্ত চতুর্বেদিকে দর্শকরা এর আগে গালি বয়, গেহরাইয়া, খো গয়ে হাম কাঁহা, ইত্যাদির মতো সিনেমা এবং সিরিজে দেখা গিয়েছে। তাঁকে শেষবার দেখা গিয়েছে যুধরা ছবিতে।