এদিন হিউম্যানস অব নিউ ইয়র্ক পেজ তরফে একটি পোস্ট করা হয় যেখানে ভারতীয় বংশোদ্ভুত এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। সেখানে সেই ব্যক্তি জানিয়েছেন তিনি নিজেকেই সবথেকে বেশি ভালোবাসবেন তবে বাবা মায়ের থেকেও। জানান তিনি বিপদ এলে নিজেকেই বাঁচাবেন অন্য কারও বদলে। আর সেসব দেখে শুনে কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন : বাকি সেলেবদের সঙ্গে তাল মিলিয়ে প্রসার ভারতীয় নয়া OTT প্ল্যাটফর্মকে প্রমোট শাহরুখের, মোদীর কথায় দিলেন শিলমোহর
কী ঘটেছে?
সেই ব্যক্তি এদিন তাঁর জীবনের গল্প জানিয়ে লিখেছেন যে তিনি ৩১ বছর বয়সে অবধি এখনও অবধি ৮ টি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, পড়শি মার্সিডিজ কিনলে সেটাই কিনে দেওয়ার বায়না করেছেন বাবার কাছে। তিনি আরও জানান তাঁর ভারতের সেই শহরের যেখানে গান্ধীজি জন্মেছে।
এদিন এই ব্যক্তি আরও জানান তাঁর বাবা খালি উপার্জন করে যান খরচ করেন না। আর তিনি জীবনকে উপভোগ চান। জানান কখনও বিপদ এলে তিনি অন্য কারও বদলে নিজেকে বাঁচাবেন। পরিশেষে বলেন তিনি সিংহ রাশির, আর তাই নাকি তিনি এমন। আর তাঁর এসব গল্প শুনেই হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটপাড়া।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভগবান! যা ভাই থেরাপি কর। তাতেও কাজ দেবে কিনা জানি না।' আরেকজন লেখেন, 'আপনার বাবা মায়ের জন্য সমবেদনা রইল।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি আর যাই হন সুইটহার্ট নন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'জ্বলন্ত উদাহরণ যে বাবা মায়েদের কেমন ভাবে সন্তানকে বড় করা উচিত নয়।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'ওই সিংহ রাশির বলে দিয়েছে, ওখানেই সব বলে দিয়েছে।'
আরও পড়ুন : প্রয়াত মনমোহন সিংকে গুয়াহাটি কনসার্ট উৎসর্গ করলেন দিলজিৎ! বললেন, 'ওঁর থেকে শেখা উচিত যুবদের, আমারও...'