ভিগনেশ শিবান এরপরেই বলে বসেন, ‘আপনি খুব সদয় স্যার হ্যাঁ স্যার। খুব সাবধানে আছেন কিন্তু আমি এটাও শুনেছি যে ছবিতে আপনার দুজনের মধ্যে কিছু ভাল রোম্যান্স আছে। যে সে রোম্যান্সের রাজার কাছ থেকে রোম্যান্স করা শিখেছে, তাই আমি আনন্দের সঙ্গে সেগুলি লালন করছি। আপনার সঙ্গে ওঁর বলিউড ডেবিউ স্বপ্নের মতোই।’
শাহরুখ-নয়নতারা
শাহরুখের 'জওয়ান'-এ প্রিভিউ ভিডিয়োতে দেখা মিলেছে দুই অভিনেত্রীর। রয়েছেন দীপিকা পাড়ুকোন, আবার নয়নতারাও আছেন। কিন্তু কিং খানের নায়িকা কে? একথা জানতে আগ্রহের অন্ত নেই অনুরাগীদের। অনেকেই ছবির গল্প নিয়ে নিজেদের মতো করে নানান জল্পনা-কল্পনা শুরু করেছেন। এরই মাঝে গোপন কথা ফাঁস করে বসলেন নয়নতারার পরিচালক স্বামী ভিগনেশ শিবন।
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নয়নতারার জন্য গলা ফাটাতে গিয়ে একী বলে ফেললেন ভিগনেশ! শাহরুখের সঙ্গে নয়নতারার রোম্যান্টিক দৃশ্যের কথা ফাঁস করে ফেলেছেন ভিগনেশ!
ঠিক কী ঘটেছে?
কয়েকজিন আগে প্রথমে 'জওয়ান'-এর পরিচালক অ্যাটলিকে ধন্যবাদ জানিয়েছিলেন ভিগনেশ। লিখেছিলেন, পরিচালক অ্যাটলি তাঁর স্ত্রী নয়নতারার বলিউড ডেবিউ জন্য একটি ব্যাঙ্গার (গানের বিটে নাচ) তৈরি করেছেন। সঙ্গে ছবির ভিডিও শেয়ার করে শাহরুখ সহ ছবির অন্যান্য অভিনেতাদেরও ধন্যবাদ জানিয়েছেন ভিগনেশ। তারই উত্তরে শাহরুখ লিখেছিলেন,' ভিগনেশ, সকল ভালোবাসা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। নয়নথারা অসাধারণ...। কিন্তু ওহ… আমি কাকে বলছি! আপনি তো আগে থেকেই জানেন! কিন্তু স্বামী, সাবধান! ও এখন কিছু বড় লাথি ও ঘুষি মারতেও শিখেছে!'