সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে মুম্বই ফিরেছেন অভিনেতা ভিকি কৌশল। আর এয়ারপোর্ট থেকে ক্যাটরিনার বরের বেশ কয়েকটি ছবি-ভিডিয়ো ভাইরাল অনলাইনে। যার মধ্যে একটি পোস্টে দেখা যায় যে, এক অনুরাগী সম্মান জানিয়ে ভিকির গলায় জড়িয়ে দেন শাল। সঙ্গে উপহারে ছত্রপতি সম্ভাজি মহারাজের একটি ছোট মূর্তি। আর সেই মূর্তি উপহারে নেওয়ার সময়, পায়ের জুতো খুলে নেন ভিকি। আর এই ছোট্ট একটা কাজই জিতে নিয়েছে নেটপাড়ার মন। এদিন ভিকি পরেছিলেন ধূসর রঙের হুডি, প্যান্ট ও জুতো।
অভিনেতার এই ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন, ‘পরিবারের শিক্ষা’। আরেকজন লেখেন, ‘বোঝা যায় তাঁর বাবা-মা তাঁকে ভালো শিক্ষা দিয়েছেন।’ আরেকজন লেখেন, ‘গায়ে কাঁটা নয়, আমার চোখে জল চলে এল।’
ছাবা সম্পর্কে:
ভিকিকে শেষ দেখা গিয়েছিল ছাবাতে, যেখানে তিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছাবা একটি ঐতিহাসিক অ্যাকশন ফিল্ম যা মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবন এবং তাঁর বিশ্বাস ও দেশ রক্ষায় তাঁর সাহসের উপর ভিত্তি করে নির্মিত। এটি শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাবা অবলম্বনে নির্মিত। ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন ম্যাডক ফিল্মসের ব্যানারে। ভিকি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, রশ্মিকা মান্দানা, ডায়না পেন্টি, বিনীত কুমার সিং এবং আশুতোষ রানা।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পিরিয়ড ড্রামাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। Sacnilk.com অনুসারে, ছবিটি ভারতে ৭১৬.৮৮ কোটি টাকা আয় করেছে।
ভিকির আসন্ন ছবি সম্পর্কে:
ভিকি কৌশলকে এরপর ভক্তরা আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ছবি লাভ অ্যান্ড ওয়ারে দেখতে পাবেন। ২০২৪ সালের জানুয়ারিতে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালে 'সাওয়ারিয়া' সিনেমার পর রণবীর-বানসালির প্রথম জুটি 'লাভ অ্যান্ড ওয়ার'। যদিও ভিকি কৌশল এর আগে বনশালির সঙ্গে কাজ করেননি। আলিয়া ভাট ২০২২ সালের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে বনশালির সঙ্গে জুটি বেঁধেছিলেন।