২০২১ সালে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বৈবাহিক জীবনের সূচনা হয়েছিল। দীর্ঘ ৪ বছরে সুখে দুঃখে একে অপরকে আগলে রেখেছেন এই তারকা দম্পতি। স্ত্রীর ৪২তম জন্মদিনে আদরে মাখা একটি পোস্ট করতে দেখা গেল ভিকি কৌশলকে।
ভিকি ক্যাটরিনার মোট ৪টি ছবি পোস্ট করেছেন যার মধ্যে প্রথম ছবিটা দেখা যাচ্ছে দরজা খুলে উঁকি মারছেন ক্যাটরিনা। বেশ মজাদার মুখ করে রেখেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি টপ এবং নীল রঙের প্যান্ট পরে রয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ, এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা তথা প্রযোজক ধীরজ কুমার
দ্বিতীয় ছবিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে ভিকিকে। ক্যাটরিনা পরে রয়েছেন একটি চেক চেক শার্ট ও ভিকির পরনে একটি সবুজ রঙের জামা। এই ছবিটি মূলত একটি সেলফি, যেটি নায়িকা নিজের মুঠোফোনে নিয়েছেন।
তৃতীয় ছবিটি পাহাড়ের কোলে পিকনিক করতে দেখা যায় তারকা দম্পতিকে। খুব সম্ভবত ছবিটি গত বছরের তোলা। একটি বালিশ কোলে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চলছে জোর গল্প। চতুর্থ ছবিতে সমুদ্রের ধারে সাদা রঙের শার্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুন্দরীকে।
আরও পড়ুন: এই প্রথম খলনায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে, প্রকাশ্যে এল অভিনেত্রীর 'রাজমাতা' লুক
আরও পড়ুন: চোখের তলায় কালি, অপরিচ্ছন্ন বেশ, স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রীর এ কী হাল!
এই ছবিগুলি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিকি লেখেন, ‘হ্যালো বার্থডে গার্ল। আই লাভ ইউ।’ তবে ক্যাটরিনার এই ৪টি ছবি দেখে মোটেই মন ভরেনি ভক্তদের। জন্মদিন উপলক্ষে নায়িকার আরও অনেক ছবি পোস্ট করা উচিত ছিল ভিকির, এমনটাই মতামত সকলের।
চলতি বছর ‘ছাবা’ ছবিতে অসাধারণ অভিনয় করতে দেখা যায় ভিকি কৌশলকে। এই মুহূর্তে ভিকি ব্যস্ত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়ে। অন্যদিকে ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৩ সালে, ‘টাইগার থ্রি’ ছবিতে অভিনয় করতে।