
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আসছে পরিচালক অমর কৌশিকের পৌরাণিক ছবি 'মহাবতার'। মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। যেখানেই চিরঞ্জীবী পরশুরাম-এর চরিত্রে যিনি অভিনয় করছেন, সেই অভিনেতাকে দেখে চমকে যেতে হয়। এই লুক দেখে আপনিও নিশ্চয় অবাক হয়ে বলবেন OMG! কে ইনি?এক্স (পূর্বে টুইটার) এ ছবির নির্মাতারা বুধবার একটি ছবি শেয়ার করেছেন। সেখানেই সামনে এসেছে ছবির ‘মহাবতার’ লুক।
পোস্টরে লেখা নামটি খেয়াল না করলেও আপনিও হয়ত ভাববেন কে ইনি?
ইনি আর কেউ নন, অভিনেতা ভিকি কৌশল। মোট দুটি ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে একটি ছোট্ট ভিডিয়ো ক্লিপ। প্রথম ছবিতে রুদ্রমূর্তিতে দেখা গিয়েছে ভিকিকে। লম্বা চুল, দাড়িতে রুদ্র রূপে। তাঁর চারিপাশে ঠিকরে পড়ছে আগুন। দ্বিতীয় ছবিতে পিছন থেকে দেখা গিয়েছে তাঁকে। পরনে ধুতি, মাথায় তাঁর জটা, বাহুতে, মাথায়, হাতে রুদ্রাক্ষের মালা, এক ঝলক দেখলে মনে হবে শিবের রূদ্ররূপ! যদিও চরিত্রটি চিরঞ্জীবী পরশুরামের বলেই দাবি করা হয়েছে। তাঁর ঠিক সামনে একটি কুরুল দেখা যাচ্ছে। আর ভিডিয়ো ক্লিপটি হল দুটি ছবির কোলাজ ভিডিয়ো। পুরোটাই হিংস্র রূপে সামনে এসেছে। যদিও এটা দেখলে আপনিও হয়ত ইনিই যে ভিকি কৌশল, সেটা ঠিক হয়ত ঠাওর করতে পারবেন না।
এই ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজনের ‘ম্যাডক ফিল্মস’। এতে ভিকিকে 'ধর্মের চিরন্তন যোদ্ধা' চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় দেখা যাবে। ২০২৬ সালের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মহাবতার'। ম্যাডক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ভিকির প্রথম লুক পোস্টার সামনে আনা হয়েছে। পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে ‘দীনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার গল্পকে জীবন্ত করে তুলেছেন! অমর কৌশিক পরিচালিত #Mahavatar ছবিতে চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমা হলে আসছে—ক্রিসমাস ২০২৬!’
আরও পড়ুন-'নীলাঞ্জনকে বলেছিলাম, অরিজিৎকে ভালোবাসি, বিয়ে করছি তোমায়', অকপটে একী বললেন ইমন!
‘ছাবা’র পর এটা ‘ম্যাডক ফিল্মস’ প্রযোজনায় ভিকির দ্বিতীয় ছবি হতে চলেছে। প্রসঙ্গত ‘ছাবা ছবিটি একটা একটা পিরিয়ড ফিল্ম, যেটা কিনা ৬ ডিসেম্বর মুক্তি পাবে। এই ছবিতে মারাঠা সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে ভিকিকে। আসন্ন ছবিতে রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্নাও অভিনয় করেছেন। যেটির পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন বিজন।
এই দুটি ছবি ছাড়াও আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও অভিনয় করবেন ভিকি। ২০২৪ সালের জানুয়ারিতে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। ইনস্টাগ্রামে লেখা হয়েছিল, "আমরা আপনাদের জন্য সঞ্জয়লীলা বনশালির মহাকাব্যিক কাহিনী 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে আসছি। এতে প্রধান ত্রয়ী রণবীর কাপুর, আলিয়া ও ভিকি-কে দেখা যাবে।
‘লাভ অ্যান্ড ওয়ার’ বনশালির সঙ্গে ভিকি কৌশনের প্রথম ছবি হতে চলেছে। অন্যদিকে রণবীর ২০০৭ সালে 'সাওয়ারিয়া' ছবিতে বনশালির সঙ্গে কাজ করেছিলেন। আলিয়া অবশ্য ২০২২ সালে পরিচালকের 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতেও কাজ করেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports