২ থেকে ৩ হয়েছেন, গত অগস্টেই রাহুল-প্রীতির সংসারে এসেছে তাঁদের মেয়ে। তারপর থেকে মেয়েকে নিয়ে সুখেই কাটছে টলি দম্পতির। মেয়ের নাম রেখেছেন আইরা। দেখতে দেখতে ৭ মাসে পা দিয়েছে ছোট্ট আইরা। সম্প্রতি ছিল রাহুল-প্রীতির মেয়ের মুখেভাতের অনুষ্ঠান। সোশ্যল মিডিয়ায় সেই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত পোস্ট করেছেন টেলি দম্পতি।
কী আছে সেই ভিডিয়োতে?
মেয়ের মুখেভাতের অনুষ্ঠানে পায়জামা-পাঞ্জাবিতে দেখা গিয়েছে রাহুল মজুমদারকে। আর প্রীতির পরনে ছিল হলুদ শাড়ি, লাল ব্লাউজ। রীতিনীতি পালনের সময় মেয়েকে কোলে নিয়েই বসে ছিলেন 'মা' প্রীতি। আর বেবি আইরাকেও গোলাপি রঙের বেনারসি পাড় বসানো হলুদ রঙের একটা গর্জাস ফ্রকে সাজানো হয়েছিল। আর মেয়ের মাথায় আদর করে টোপর পরিয়ে দিতে দেখা গেল রাহুলকে। তবে টোপর পরাতে গিয়ে আদর করতেই বেশি ব্যস্ত হয়ে পড়লেন রাহুল। 'পাপা কি পরী' ক্যাপশানে ‘লাখো মন্নত সে হোতি হ্যায় এক বেটি কবুল’ গানটি জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেছেন রাহুল-প্রীতি।