ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। আপাতত সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারাও। সুনীল শেট্টিও তাঁর ক্রিকেটার জামাই কেএল রাহুলের প্রশংসায় পঞ্চমুখ। আর এই জামাই-শ্বশুর সম্পর্ক বেশ পছন্দ হয়েছে নেটপাড়ার। এদিকে শুধু সুনীল শেট্টিই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেএল রাহুলের ম্যাচ জেতানো পারফরম্যান্সে উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া শেট্টিও।
কেএল রাহুলের জন্য গর্বিত শ্বশুরমশাই সুনীল শেট্টি রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করে এক্স (পূর্বে টুইটার)এ কেএল রাহুলের একটি ছবি পোস্ট করেন। যেখানে ভারতীয় দলের দুর্দান্ত জয়ের পর মাঠ ছাড়ার আগে় কেএল রাহুলকে আকাশের দিকে তাকিয়ে ব্যাট উপরের দিকে তুলে ধরতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে সুনীল লেখেন, ‘ভারতের ইচ্ছা! রাহুলের কমান্ড ...’।
প্রসঙ্গত চ্যাম্পিয়নস ট্রফিতে কেএল রাহুল ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ঘরে ফেরা নিশ্চিত করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও কেএল রাহুলের পারফরম্যান্স অনুরাগীদের ভালোবাসা পেয়ছে। সেমিফাইনালে জয়সূচক ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে ফাইনালে নিয়ে যান তিনিই। তবে এর আগে ১০৭ বলে মাত্র ৬৬ রান করে ভীষণই সমালোচিত হয়েছিলেন কেএল রাহুল। সেখান থেকে নিজেকে বদলে এদিন ভারতের জয়ের অন্যতম কাণ্ডারী হয়ে উঠেছেন তিনি।
কেএল রাহুলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য সুনীল শেট্টির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এক্স-এ সুনীলের পোস্টের পর, তিনি আদপে শ্বশুর হিসাবে কতটা ভালো তা নিয়ে লোকজন নানান মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘শ্বশুর হো তো অ্যায়সা! ইতনা সাপোর্ট টু মেরা আপনা বাপ ভি না কারে’ (একজন শ্বশুর এমনই হওয়া উচিত! এমনকি আমার নিজের বাবাও আমাকে এতটা সমর্থন করেন না)।' আরেকজন মন্তব্য করেছেন, ‘শেট্টি স্যার তো তাঁর জামাইয়ের জন্য পিআর করছেন', আবার কেউ লিখেছেন, 'এই মুহূর্তে তিনিই গর্বিত শ্বশুর বলাই বাহুল্য!' আরেক অনুরাগী লেখেন, 'দামাদ ফ্লেক্সিং অন টপ!'
দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রোমাঞ্চকর জয়ের পরে আথিয়া শেট্টিও একটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি একটি ঘরে টিভির পাশে দাঁড়িয়ে আছেন তিনি, তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। আথিয়া স্ক্রিনের দিকে তাকান, যেখানে রাহুলকে জয়ের উদযাপন করতে দেখা যাচ্ছে। তিনি সেই ছবি রাহুলকে একটি হার্ট ইমোজি দিয়ে ট্যাগ করেছেন।
এদিকে কাজের ক্ষেত্রে, সুনীল শেট্টিকে সম্প্রতি করণ জোহরের প্রযোজনায় 'নাদানিয়া' ছবিতে দেখা গিয়েছে। নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়া এই ছবিতে খুশি কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া তাঁর হাতে আরও বেশকিছু ছবি রয়েছে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রবিনা ট্যান্ডন, সঞ্জয় দত্ত এবং দিশা পাটানি অভিনীত 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে দেখা যাবে সুনীলকে। চলতি বছরের শেষেই ছবিটির মুক্তি পাওয়ার কথা। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘হেরা ফেরি-৩’।