বাংলা নিউজ > বায়োস্কোপ > Anwesha Hazra: পুরনো ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন 'ঊর্মি' অন্বেষা, কী করেছিলেন অভিনেত্রী
পরবর্তী খবর
Anwesha Hazra: পুরনো ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন 'ঊর্মি' অন্বেষা, কী করেছিলেন অভিনেত্রী
1 মিনিটে পড়ুন Updated: 30 Jan 2023, 10:56 AM ISTPriyanka Bose
Anwesha Hazra: সদ্য শেষ হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সেখানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা ওরফে ঊর্মি। পুরনো এক ভুল স্বীকার করে অকপট অভিনেত্রী। করলেন দুঃখ প্রকাশ-
অকপট 'ঊর্মি' অন্বেষা
সময়ের সঙ্গে জীবন পালটায়। জীবনের নানা অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা। চেনা পরিচিতদের গণ্ডিটা ক্রমশও বাড়ে। তবে ছোটবেলার ফেলে আসা স্মৃতিগুলো এখনও আমাদের অনেকের কাছেই অমলিন। পুরনো স্কুল বা হস্টেলের সামনে দিয়ে গেলে যেন নস্ট্যালজিক হয়ে পড়ি অনেকেই। তেমনই ছেলেবেলার একটা মিষ্টি অভিজ্ঞতার কথা নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’ অভিনেত্রী অন্বেষা হাজরা ওরফে ঊর্মি।
ইনস্টাগ্রামের পাতায় পুরনো স্কুলের এক দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি। ছবিটি শেয়ার করে স্কুলের স্মৃতি হাতড়েছেন তিনি। অন্বেষা লিখেছেন, ‘চিকেন পকোড়া টু চেরি কফ্ কিংবা মামা ভুজিয়া টু মুভ ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একজন মানুষই ভরসা ছিলেন। কনিকাদি। কনিকাদির হাত ধরে হস্টেল থেকে বেড়িয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হত পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করত। নাহ খুব মিস করি আপনাকে’।