অভিনেত্রী অনিন্দিতার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা-ই নয়, সেই অ্যাকাউন্ট থেকে নাম ভাঙিয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা চলছে। আর তাই বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অভিযোগ, মানুষের কাছে কাজ দেওয়ার নামে টাকা চাওয়া হচ্ছে। অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে।
টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী
সোশ্যাল মিডিয়ায় সেলেবদের হেনস্থার ঘটনা নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইলের কারণে সমস্যায় পড়েছেন বহু তারকা। সোশ্যাল মিডিয়া বিষয়টাই এখন সেলেবদের কাছে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে চরম বিপদে পড়েছেন ছোটপর্দায় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।
শুধু অভিনেত্রী অনিন্দিতার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা-ই নয়, সেই অ্যাকাউন্ট থেকে অনিন্দিতার নাম ভাঙিয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা চলছে। আর তাই বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অভিযোগ, অভিনেত্রীর নামে অ্যাকাউন্ট খুলে বহু মানুষের কাছে কাজ দেওয়ার নামে টাকা চাওয়া হচ্ছে। অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে। অগত্যা, তাই কলকাতা পুলিশ ও সাইবার ক্রাইমের দ্বারস্থ হন ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। এমনকি ফেসবুকের প্রাইভেসি হেল্পলাইনেও সাহায্য চেয়ে কোনও উপকার পাননি বলে জানান অভিনেত্রী।
বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে নিয়ে অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'একই সমস্যা বারবার হচ্ছে, নানা রকম fake account থেকে মানুষ কে বিরক্ত করা হচ্ছে, কখনো টাকা দিলে কাজ দেবো বলা হচ্ছে, কখনো অশ্লিল শব্দ ব্যবহার করে text করা হচ্ছে…। এবং স্বাভাবিক ভাবেই আমার ই একাধিক ছবি ও ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত profile এ.…Tried to connect cyber crime, Kolkata police too and obviously Facebook's own privacy helplines!! Sad that কোনো উপকার হয়নি...!!যাঁরা মাঝেমাঝেই এই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছেন সবাইকে এটাই বলার যে…এই ছবি টি আমার আসল account এর ছবি এবং আমার এই একটাই account with a blue tick.... বাকি সব account fake!!'