অবশেষে চলে এল টিআরপির সাপ্তাহিক ফলাফল। সিরিয়াল প্রেমীরা প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করে থাকেন এই ফলাফল দেখার জন্য। কে কাকে টপকে গেল, তা দেখার চলে অধীর প্রতীক্ষা। এবারেও বেঙ্গল টপার পরশুরাম। ৭.৫ পেয়ে টিআরপিতে রীতিমতো দাদাগিরি তটিনী আর পরশুরামের।
দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। জি বাংলার এই ধারাবাহিক আড়াই বছর পরেও, রীতিমতো টিআরপিতে টক্কর দিচ্ছে নতুনদের। মাঝে কথা সিরিয়াল জগদ্ধত্রীকে দমিয়ে রাখলেও, ফের ঘোড়ার গতিতে ছুটছে জগদ্ধাত্রী। আর তিন নম্বর স্থানে এল ফুলকি। এর রেটিং ৭.২। চারে গৃহপ্রবেশ, রেটিং ৬.৮। যদিও এই মেগার টাইম স্লট বদলে গিয়েছে সোমবার থেকে। পাঠিয়ে দেওয়া হয়েছে রাত ১০টার স্লটে। পাঁচ নম্বরে চিরসখা ধারাবাহিক। নতুন কাকু, কমলিনী, চন্দ্র-র যে ত্রিকোণ প্রেমের আবহ তৈরি হয়েছে, ষড়যন্ত্রের চক্রব্যুহ থেকে কীভাবে বেরিয়ে আসবে কমলিনী, বড় ছেলে বুবলাই আর কত অপমান করবে মাকে, সেসব জানতে মুখিয়ে দর্শকরা।
দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা-
প্রথম: পরশুরাম (৭.৫)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৭.৪)
তৃতীয়: ফুলকি (৭.২)
চতুর্থ: গৃহপ্রবেশ (৬.৮)
পঞ্চম: চিরসখা (৬.৬)
ষষ্ঠ: পরিণীতা (৬.৪)
সপ্তম: রাঙ্গামতি তীরন্দাজ (৬.২)
অষ্টম: অনুরাগের ছোঁয়া+রোশনাই(15 min) (৫.৮)
নবম: চিরদিনই তুমি যে আমার (৫.৫)
দশম: কথা (৫.০)
ছয় নম্বরে নেমে এসেছে পরিণীতা। আর সাত নম্বরে রাঙামতি তীরন্দাজ। অপরদিকে চিরদিনই তুমি যে আমার নিয়ে যতই হাইপ থাকুক অনলাইনে, টিআরপি বলছে দর্শক সেভাবে হচ্ছে না। ৫.৫ রেটিং পেয়েছে এই মেগা। রয়েছে ৯ নম্বরে। আর দশ নম্বরে কথা। এই কথা-অগ্নিও কিন্তু একসময় টিআরপি টপার হয়েছিল টানা, তবে হঠাৎ করেই যেন দর্শকরা ফিরিয়েছেন মুখ সুস্মিতা-সাহেব জুটি থেকে।