বছরের সবচেয়ে বড় প্রতিযোগীতার জন্য তৈরি বরুণ ধওয়ান এবং শ্রদ্ধা কাপুর। বুধবার সামনে এল স্ট্রিট ডান্সার থ্রি ডি-র ট্রেলার। পরিচালক রেমো ডিসুজার এই ছবিতে লিড রোলে বরুণ, শ্রদ্ধা থাকলেও ট্রেলারে নজর কাড়লেন প্রভু দেবা। ‘মুকাবলা মুকাবলা’ গানে প্রভু দেবার নাচ, নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠা বাচ্চাদের স্মৃতি রোমন্থনে বাধ্য করল।ছবির ট্রেলার শুরু হয় বরুণের কন্ঠস্বরের সঙ্গে, যেখানে অভিনেতাকে বলতে শোনা গেল, ভারত-পাকিস্তানের সাক্ষাত্ ক্রিকেটের ময়দান হোক বা ডান্স ব্যাটেলে, মজা তো আসতে বাধ্য। ট্রেলারে নাচের দৃশ্যগুলি নিঃসন্দেহে মু্গ্ধ করবে। বলাই যায় রেস থ্রির ব্যর্থতা ভুলে নিজের ফর্মে ফিরেছেন পরিচালক রেমো। মার্কিন যুক্তরাষ্ট্রে ডান্স ব্যাটেলে মুখোমুখি লড়াইয়ে টিম ইন্ডিয়া এবং টিম পাকিস্তান। এই স্ট্রিট ডান্স গ্রুপের প্রধান মুখ হিসাবে রয়েছেন বরুণ ও শ্রদ্ধা। হ্যাঁ, ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে রয়েছেন শ্রদ্ধা। বিদেশের মাটিতে কেমনভাবে প্রতিযোগিতার মাঝেই একাত্ম হয়ে পড়বে তথাকথিত চিরশত্রু প্রতিবেশি রাষ্ট্রের দুই ডান্স গ্রুপ সেই গল্প ফুটে উঠবে এই ছবিতে।'এবিসিডি' এবং 'এবিসিডি টু' এর মতো পরিচালক রেমো ডিসুজার এই ডান্স ছবিতেও থাকছেন ধর্মেশ, পুনিত পাঠক, সলমন ইউসুফ খান, ময়ূরেশ, রাঘব জুয়েলদের মতো রিয়ালিটি শো থেকে উঠে আসা ডান্স তারকাদের। ছবির বাড়তি পাওনা নিঃসন্দেহে নোরা ফতেহি এবং অপারশক্তি খুরানা।মুকাবলার পাশাপাশি স্ট্রিট ডান্সারের ট্রেলারে মিলে সুর মেরা তুমহারা গানও দর্শক মনে শিহরণ জাগাবে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অর্থাত্ ২৪ জানুয়ারি ম