কলাকুশলীদের কাছে শ্যুটিংয়ের দিনগুলি হয় বেশ মজার। ফ্লোরে আনন্দ করে শ্যুটিং করা, ছবি তোলা সবটাই একটা সেলিব্রেশনের মতো হয় তাঁদের কাছে। রাজকুমার মৈত্রের কলমে তৈরি ‘বগলা মামা’ এবার বড় পর্দায় আসছে ধ্রব বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। ছবির নাম ‘বগলা মামা যুগ যুগ জিও’।
মজা করে ছবির শ্যুটিং করেছেন অভিনেতারা। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতা ঋদ্ধি সেন জানিয়েছেন, ‘বগলা মামার শুটিং করার সময় এবং পরে ছবিটা দেখার সময় আমরা হাসি থামাতে পারিনি এক মুহূর্তের জন্যেও, আশাকরি আপনাদের সকলের একই অনুভূতি হবে। আজকে মুক্তি পেয়েছে আমাদের ছবির নতুন গান, দেখে নিন না দেখে থাকলে। আসছি আমরা শিগগিরই’। আরও পড়ুন: ডিসেম্বরে বিয়ে, কেমন কাটল পুজো? সৌম্যর সঙ্গে গল্প জমে ক্ষীর সন্দীপ্তার