হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রায় দু'বছর ধরে প্রেম করছেন এই জুটি। প্রথম-প্রথম সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন। এরপর ইনস্টায় ছবি দিয়ে সন্দীপ্তা জানিয়ে দেন সৌম্যর সঙ্গে সম্পর্কের কথা।
নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা সন্দীপ্তা। গতবছর নিজের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন তিনি। আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। প্রেমিকের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। লিখেছেন, ‘আমাদের পুজো’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। মা দুর্গার সামনে পুজো প্যান্ডেলে তোলা জুটির এই ছবি। গোলাপি পাঞ্জাবিতে সৌম্য, সন্দীপ্তার পরনে লাল পাড় ছাই রঙের শাড়ি। অক্সিডাইজ গয়নায় অপরূপা সাজে অভিনেত্রী। আরও পড়ুন: শেষ ইনস্টা পোস্টের ওই সুইমিং পুলই কি কারণ? ম্যাথিউ পেরির মৃত্যু নিয়ে চর্চা
উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। ঠিক হয়ে গিয়েছে বিয়ের তারিখও। ৭ ডিসেম্বর সাত পাক ঘুরবেন এই দম্পতি। তার আগে ২ ডিসেম্বরে হবে আংটি বদল। জানা যাচ্ছে, টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার। আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন নতুন বর সৌম্য।
ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জুটি। পরিবার, বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়েই বিশেষ দিন উদযাপন করবেন সন্দীপ্তা-সৌম্য।
কীভাবে শুরু হয়েছিল প্রেম?
সন্দীপ্তাকে প্রেমের প্রস্তাব আগে দিয়েছিলেন সৌম্যই। সন্দীপ্তা রাজি হন তাতে। এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ্তা বলেছিলেন, 'আমি শুধু মানুষটাকে বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মানুষটাই জরুরি। পেশা দেখে প্রেম করার ইচ্ছা ছিল না কখনও। তবে অবশ্যই একজন স্মাগলারের সঙ্গে প্রেম করতাম না..'বলেই হেসে ফেললেন সন্দীপ্তা। তারপর বললেন, ‘আমার কাছে মানুষটা জরুরি কেবল’।