পুজোর আগেই এসে গেল সুখবর। দ্বিতীয় সন্তান জন্মের খবর শেয়ার করে নিলেন জিৎ। মেয়ে নবন্যার জন্য ভাই আনলেন না বোন?
দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন জিৎ-মোহনা।
সেপ্টেম্বর মাসেই স্ত্রীর গর্ভাবস্থার ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন জিৎ। দ্বিতীয়বার বাবা হতে চলার খবর ভাগ করে নিয়েছিল দর্শক-অনুরাগীদের সঙ্গে। আর অক্টোবরেই এসে গেল নতুন সদস্য। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেতা।
জিৎ সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দিলেন ছোট্ট মানুষটার খবর। লিখলেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।’
এর আগে প্রেগন্যান্সির খবর শেয়ার করে জিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান, এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন।’ বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন অভিনেতা। স্ত্রী মোহনাও সেরকম আসেন না প্রচারের আলোতে। তাই এতদিন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি প্রেগন্যান্সির খবর।
জিৎ-কে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে। যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, গোটা দেশ-জুড়ে। এরপর তাঁকে দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে।
কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনীক চক্রবর্তী। তিনি ও তাঁর স্ত্রীও একটি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলে হয়েছে অভিনেতা গৌরব ও ঋদ্ধিমারও। এবার সেই দলে নাম লেখালেন জিৎ।
ডিসেম্বরে আরও এক তারকা দম্পতির সন্তান আসার সুখবর পাবে বলিউড। আসছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। তিন বছরের ইউভান আর মাত্র মাস দেড়েকের মধ্যেই পেয়ে যাবে ভাই বা বোন।