টলিউডে মূল ধারার ছবির থেকে কিছুটা আলাদা, একটু অন্যরকম প্রেক্ষাপটে ভৌতিক কাহিনি অবলম্বনে আসতে চলেছে নতুন ছবি ‘পরী মণি’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নারী জীবনের যন্ত্রণার কাহিনী। প্রতিনিয়ত সমাজের বুকে ঘটে চলা কিছু অন্যায়ের গল্প বলবে এই ছবি। যাদের অসহায়তার সুযোগ নিয়ে দমিয়ে রাখা হয় এটা তাঁদের অব্যক্ত প্রতিরোধের গল্প।
ঠিক কেমন এই গল্প?
ছবির নেপথ্যে রয়েছে, এক মা এবং মেয়ের জীবন যন্ত্রণার গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র পরী — এক কিশোরী মেয়ে । যে অসময়ে গর্ভবতী হয়ে যায় এবং তিন মাস বয়সী ভ্রূণ যখন তার শরীরে বেড়ে উঠছে, মাতৃত্বের ঠিক সেই সময় তাকে বলপূর্বক গর্ভপাত করানো হয়। এই ঘটনা তার মধ্যে মানসিক ও শারীরিকভাবে গভীর ক্ষত সৃষ্টি করে।
নির্মাতাদের দাবি, পরী মণি শুধু একটি সিনেমা নয় — এটি এক প্রতিরোধের কণ্ঠস্বর, এক নিঃশব্দ আর্তনাদের প্রতিচ্ছবি, যা ভয়ের ভাষার মধ্যে দিয়েও মানুষই অসহায়তার বিষের বিরুদ্ধে আওয়াজ তোলে।
ছবির দুই পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিকদের বক্তব্য, 'পরী মণি শুরু হয়েছিল একটি হরর গল্প হিসেবে, কিন্তু যখন আমরা গল্পটি গঠন করতে শুরু করি, তখন বুঝলাম এটি আসলে আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। যেখানে আসল ভয় অনেক সময় লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিকতার আবরণের নিচে।
এই ছবির মাধ্যমে আমরা অতিপ্রকৃতির শিহরণ ও এক কঠিন সামাজিক বাস্তবতাকে একসঙ্গে মেলানোর চেষ্টা করেছি। সেই বাস্তবতা, যা প্রায়শই অবহেলিত বা চুপ করিয়ে দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দর্শককে ভয় দেখানো নয় — বরং তার ভিতরে কিছু নাড়া দেওয়া, একটি প্রশ্ন তোলা, অস্বস্তির জন্ম দেওয়া, কিংবা একটি উপলব্ধি করানো।'
পরিচালকদের কথায়, ‘পরী মণি’এক রহস্যময় গল্প, তবে তার থেকেও বেশি — এটি একটি সতর্কবার্তা, যে আমাদের সবচেয়ে ভয়ের বিষয়গুলো অনেক সময় আমাদের সবচেয়ে কাছের জায়গা থেকেই উঠে আসে।
এই ছবির বিষয়ে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘পরী মণি আমার জন্য একটি বিশেষ ছবি। এটা একটি হরর-থ্রিলার সিনেমা। এখানে আমার চরিত্রটির অনেক রং আছে এবং এটা নিঃসন্দেহে আগের কাজগুলোর থেকে আলাদা। গল্পটা দারুণভাবে গাঁথা হয়েছে।আমরা ছবিটা শুট করেছি একটি অনবদ্য প্রাকৃতিক লোকেশনে। রনি দা অসাধারণ কাজ করেছেন। শিশুটিও দুর্দান্ত – এক আবিষ্কার। ওর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। পরিচালকদ্বয় জানেন তারা কী চাইছেন, তাঁদের দৃষ্টি পরিষ্কার, এবং কাজের প্রতি তাঁদের প্রতিশ্রুতি অসাধারণ। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই খুব ভালো।’
এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী ছাড়া অভিনয় করেছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্ণব গুহ।