বাংলা নিউজ > বায়োস্কোপ > Sana Ganguly: 'প্রতিদিন রেপের ঘটনা শুনি…', আর জি কর কাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে বিপাকে সৌরভ, পথে নামলেন প্রতিবাদী সানা
পরবর্তী খবর
আর জি করের নৃশংস খুন ও ধর্ষণের মামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে নেটপাড়ার রোষের মুখে বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর মাঝে বুধবার জোড়া প্রতিবাদ মিছিলে হাঁটার কথা থাকলেও সামিল হতে পারেননি মহারাজ। পুলিশের অনুমতি মেলেনি, তাই প্রাক্তন ক্রীড়াবিদদের মিছিল এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরির মিছিলেন হাঁটতে পারেননি সৌরভ। আরও পড়ুন-‘ওর মেয়ে এখনও সুরক্ষিত…সৌরভ ভাবে মেয়েরা শুধুই এনজয় করার বস্তু', বিস্ফোরক হাসিন জাহান