২০২৩ এর নভেম্বরে 'গীতা এলএলবি'র পথ চলা শুরু হয়েছিল। 'স্বস্তিক-গীতা'রা পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটা শুরু করেছিল। সেপ্টেম্বরে শেষ হল গীতার পরিবারের পথ চলা। হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় মেগার শেষ দিনের শ্যুটিং। মনখারাপ কলাকুশলীদের। শ্যুটিংয়ের শেষ দিনে অনুরাগীরা ভরে দিলেন ভালোবাসায়। শেষ দিনের নানা মুহূর্তের ছবি এল প্রকাশ্যে।
আরও পড়ুন: সলমনের ভগ্নিপতিকে পাত্তা দিলেন না ফারহা-করণ! নিন্দে হতেই ফুঁসলেন কোরিওগ্রাফার
বৃহস্পতিবার পর্দার ‘ম্যাহেক’ কৌশিকী পাল এই মনখারাপ করা নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। প্রথম ভিডিয়োতে দেখা যায় লাইট ক্যামেরার ভিড়ে শ্যট দিচ্ছে কৌশিকী। তারপরই তাঁর থুড়ি ম্যাহেকে গয়নার বাক্সের ছবি ভাগ করে নেন। এরপর পুরো টিমের সঙ্গে তাঁকে দেখা যায়। সেখানে সব থেকে বেশি নজর কাড়ে বাসন্তী চট্টোপাধ্যায়ের মুখ। এই ধারাবাহিকেই বর্ষীয়ান অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল। তারপর চলতি বছরের তিনি প্রয়াত হয়েছে। ধারাবাহিকে তাঁকে স্বস্তিকের ঠাকুমার চরিত্রে দেখা যেত।
তিনি ছাড়াও এই ফ্রেমে পর্দার ‘গীতা’ হিয়া মুখোপাধ্যায়, 'স্বস্তিক' কুনাল শীল-সহ ধারাবাহিকের সব কলাকুশলীদের হাসি মুখে দেখা যায়। তবে ধারাবাহিকের চরিত্রের মেকআপে ছিলেন না বেশির ভাগই। এরপরের ছবিতে পর্দার 'পদ্ম'র সঙ্গে দেখা মেলে কৌশিকীর। তাছাড়াও আরও বেশ কিছু ছবি ভাগ করে নেন। তাঁদের ঘুড়ি ওড়ানোর মজার মুহূর্তও তুলে ধরেন নায়িকা। পাশাপাশি স্টার পরিবার অ্যাওয়ার্ড ও তাঁদের মেকআপ রুমের ভিডিয়ো, খুনসুটি মাখা রিল শেয়ার করেন।
আরও পড়ুন: খুদে সুপারস্টার রাহা! আলিয়ার ৩ বছরের মেয়ের জন্য সেটে থাকে আলাদা ভ্যানিটি ভ্যান
ছবিও ভিডিয়োগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আর এটাই শেষ! এটাই সম্ভবত শেষ দৃশ্য শ্যুট করা হচ্ছে, কিন্তু গল্পটা বেঁচে থাকবে। আমাদের হৃদয়ের এক টুকরো রেখে যাচ্ছি, কিন্তু এই চ্যাপ্টারের জন্য অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দাদা @bluesproductions, আমার উপর বিশ্বাস রাখার জন্য। এই টিমের অংশ হতে পেরে আমি সম্মানিত (গীতা এলএল.বি)।’