বাংলা নিউজ > বায়োস্কোপ > Tarla, Huma Qureshi: রান্নাবান্নাই যাঁর স্বপ্ন, ভোল বদলে শেফ হয়ে ধরা দিলেন হুমা কুরেশি, দেখুন কীভাবে!
পরবর্তী খবর
Tarla, Huma Qureshi: রান্নাবান্নাই যাঁর স্বপ্ন, ভোল বদলে শেফ হয়ে ধরা দিলেন হুমা কুরেশি, দেখুন কীভাবে!
1 মিনিটে পড়ুন Updated: 23 May 2023, 11:08 AM ISTRanita Goswami
ছবির বিষয়ে কথা বলতে গিয়ে হুমা কুরেশি ২০২২-এর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারলা দালাল আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমার বেশ মনে পড়ে যে কীভাবে আমার মা ছোটবেলায় ওঁর রেসিপিগুলি দেখে রান্নার চেষ্টা করতেন।’
তরলা লুকে হুমা কুরেশি
ভোল বদলে এক্কেবারে অন্যলুকে। অভিনয় ছেড়ে কি হঠাৎ রান্না শেখাতে শুরু করলেন অভিনেত্রী হুমা কুরেশি! মঙ্গলবার সকাল সকাল হুমাকে এই লুকে দেখে অনেকেই চমকে গেলেন। কী আবার হল?
নাহ, হুমার এই লুক তাঁর নতুন ছবি 'তরলা'র সৌজন্যে। ছবিতে শেফ 'তরলা'র ভূমিকায় দেখা যাবে হুমাকে। মঙ্গলবার ছবির টিজার ভিডিয়ো পোস্ট করেছেন ছবির নির্মাতারা। নামী শেফ, রান্নাবান্নার বই লেখক, তরলা দালালের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি 'তরলা'। টিজারের শুরুর দিকে হুমাকে একজন সাধারণ গৃহবধূর ভূমিকায় দেখা যায়। যিনি কিনা জীবনে কিছু করতে চান। অথচ কী করবেন তাঁর ঠিক জানা নেই। রান্নার প্রতি ভালোবাসা থেকেই একসময় শেফ হিসাবে আত্মপ্রকাশ করেন তরলা, রান্না শেখাতেও শুরু করেন। এমনকি টেলিভিশনে রান্নার শোও শুরু করেন।
ছোট্ট টিজারে তরলার সঙ্গে তাঁর পরিবার ও স্বামীকেও দেখানো হয়েছে। আর উঠে এসেছে রান্না নিয়ে তরলার পথ চলা।