সংবাদ সংস্থা PTI-সূত্রে খবর, 'তনুজার স্বাস্থ্য ঠিক থাকায়, গত রাতে বর্ষীয়ান অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।' এর আগে তনুজার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা।
কাজল, তনিশার সঙ্গে তনুজা
অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। জানা যাচ্ছে, সোমবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। বার্ধক্য়জনিত সমস্যার জেরে রবিবার মুম্বইয়ের জুহুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তনুজা, আইসিইউ-তে ছিলেন কাজল-তনিশার মা।
সংবাদ সংস্থা PTI-সূত্রে খবর, 'তনুজার স্বাস্থ্য ঠিক থাকায়, গত রাতে বর্ষীয়ান অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।' এর আগে তনুজার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা।
এর আগে PTI-এর তরফে জানা গিয়েছিল, হাসপাতালের গভীর পর্যবেক্ষণে রয়েছেন ৮০ বয়সী অভিনেত্রী। তবে তাঁর পরিস্থিতি স্থিতিশীল। তনুজা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। খুব শীঘ্রই তাঁকে ICU থেকে বের করা। তখনই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, পরিস্থিতি একইরকম থাকলে এক-দু'দিন পর্যবেক্ষণে রেখে হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেত্রী।
এদিকে মা মা হাসপাতালে ভর্তি সেকথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন কাজল, সঙ্গে অজয় দেবগণও ছিলেন। ছোট মেয়ে তনিশাও বেশ উদ্বিগ্ন ছিলেন। প্রসঙ্গত সম্প্রতি ‘ঝলক দিখলা জা' তে দেখা গিয়েছে কাজলের বোন তনিশাকে।