বাংলা নিউজ > বায়োস্কোপ > Kon Gopone Mon: বিয়ে করে এনে শ্বেতাকে টাকার বিছানায় ফেললেন রণজয়! কোন গোপনে মন ভেসেছের ক্লিপ দেখে হেসে খুন নেটপাড়া
পরবর্তী খবর
Kon Gopone Mon: বিয়ে করে এনে শ্বেতাকে টাকার বিছানায় ফেললেন রণজয়! কোন গোপনে মন ভেসেছের ক্লিপ দেখে হেসে খুন নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2024, 10:38 PM ISTSubhasmita Kanji
Kon Gopone Mon Bheseche: মাত্র কিছুদিন হল শুরু হয়েছে জি বাংলার নতুন মেগা কোন গোপনে মন ভেসেছে। কিন্তু একি! এর মধ্যে কঠিন সমালোচনার মুখে ধারাবাহিক। কী হল?
বিয়ে করে এনে শ্বেতাকে টাকার বিছানায় ফেললেন রণজয়!
গত বছরের প্রায় শেষ দিক থেকে শুরু হয়েছিল কোন গোপনে মন ভেসেছে। ১৮ ডিসেম্বর ২০২৩ সালে প্রথমবারের জন্য সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। অল্প সময়েই নজর কেড়েছে এই সিরিয়াল। ঠাঁই পেয়েছে টিআরপি লিস্টের সেরা দশে। কিন্তু একি! এর মধ্যেই ট্রোলের মুখে এই মেগা! কী হল হঠাৎ শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর এই সিরিয়ালে?
কঠিন সমালোচনার মুখে কোন গোপনে মন ভেসেছে
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুকে। এখানে শ্বেতা একটি গ্রাম থেকে। শহরে এসে আশ্রয় পেয়েছে রণজয়ের বাড়িতে। সেখানেই নায়কের ভাই প্রেমে পড়ে নায়িকার। কিন্তু শ্বেতা সেই প্রপোজাল ফিরিয়েছে। আর ঘটনাচক্রে পড়ে মারা যায় ছেলেটি। তখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে শ্বেতাকে বিয়ে করেন রণজয়।
তাঁদের ফুলসজ্জার একটি দৃশ্য এদিন ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে খাটে ফুলের বদলে থোক থোক টাকা রাখা। সেটা দেখিয়ে শ্বেতাকে এনে খাটে ছুঁড়ে ফেলেন রণজয়। এই ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে।
এক ব্যক্তি এই ভিডিয়োটি শেয়ার করে লেখেন, 'এমন স্বামী কোথায় পাবো যে ধাক্কা মেরে আমাকে ‘টাকাশয্যার’ খাটে ফেলে দেবে!' ইতিমধ্যেই এই ভিডিয়োটি পাঁচ লাখবার দেখা হয়েছে। পেয়েছে বহু কমেন্ট। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। এক ব্যক্তি এই পোস্টের কমেন্টে লেখেন, 'ধাক্কা থেকে যদি ভালো কিছু হয়,তবে ধাক্কা দেওয়াই ভালো।' দ্বিতীয় জন লেখেন, 'টাকার গদি কথাটা শুনেই আসছি বহুদিন ধরে, এতদিনে দেখলাম।' তৃতীয় ব্যক্তির মতে, 'সিরিয়ালে সব অসম্ভব কাজ সহজেই সম্ভব হয়ে যায়।' কেউ কেউ রণজয়কে আবার স্বপ্নের মতো সুন্দর স্বামী বলেও আখ্যা দেন মজা করে।