বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant-Rhea: 'মৃত মানুষকে সহজেই...' সুশান্তের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতেই রিয়াকে পাল্টা জবাব শ্বেতার
পরবর্তী খবর
Sushant-Rhea: 'মৃত মানুষকে সহজেই...' সুশান্তের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতেই রিয়াকে পাল্টা জবাব শ্বেতার
1 মিনিটে পড়ুন Updated: 07 Oct 2023, 08:13 PM ISTSubhasmita Kanji
Sushant Singh Rajput-Rhea Chakraborty: রিয়া চক্রবর্তীর পর সুশান্ত সিং রাজপুতের দিদি এবার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং লিখলেন মৃত মানুষকে দোষারোপ করা অনেক সহজ।
সুশান্তের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতেই রিয়াকে পাল্টা জবাব শ্বেতার
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। তবুও এখনও তিনি এবং তাঁর মৃত্যু মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে। শনিবার অভিনেতার দিদি একটি রহস্যময় পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে। এদিন তিনি তাঁর ভাইয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সেখানে লম্বা একটা লেখা লেখেন ক্যাপশনে। বলেন মৃতকে খুব সহজেই দোষ দেওয়া যায়। সুশান্তের দিদি আরও বলেন যে তাঁর ভাইয়ের মন ভীষণ ভালো ছিল।
সুশান্তের দিদি কী লিখেছেন পোস্টে?
সুশান্তের দিদি শ্বেতা এদিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'যে মানুষটা আর নেই, যে আর নিজের হয়ে কোনও সাফাই দিতে পারবে না তাকে দোষ দেওয়া যায়। আমি খালি ভেবে অবাক হয়ে যাই যে নিজেকে, নিজের বিবেককে তুমি কী উত্তর দেবে? আমার ভাইয়ের একটা পবিত্র মন ছিল যা আজও লক্ষ লক্ষ মানুষের ভিতর জীবিত আছে। আমরা কিছু বলতে চাই না। কারণ আমি বিশ্বাস করি মানুষ সত্যিটা বুঝতে পারছে।'
তিনি এদিন আরও লেখেন যে তিনি তাঁর ভাইকে ন্যায় বিচার দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন। তাঁর কথায়, 'ভাই আমাদের গর্ব ছিল, আছে আর থাকবে। ও যেভাবে সবার মনে ভালোবাসা জাগিয়েছে সেটা চিরকাল থাকবে। আমরা ওকে বিচার দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।'