পরপর দুটো নতুন ধারাবাহিক এসেছে। জি বাংলায় দাদামণি আর স্টার জলসায় রাণী ভবানি। আর এবার এসবের মাঝেই স্টার জলসার তরফে নতুন মেগার ঘোষণা হয়ে গেল, আর তা হল কম্পাস। যদিও নাম নিয়ে রীতিমতো ট্রোল শুরু করেছে নেটপাড়া। কেন ‘কম্পাস’, পেনসিল বাক্স বা স্কেল নয়, এমন খবরও চোখে পড়ছে।
স্টার জলসার তরফে শেয়ার করা প্রোমোতে দেখা গেল যে, কলেজের ভিতরের একটা দৃশ্য। রোলার স্কেটে করে এন্ট্রি নিচ্ছে এক মেয়ে। অবশ্য গতেবাঁধা নায়িকাদের মতো দেখতে নয় তাকে। ছোট-ছোট ববকাটের চুল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে সোয়েটার, গলায় মাফলার। মুখে মেকআপের লেশমাত্র নেই। এমনকী, লিপস্টিকও নয়। বোঝাই গেল এক টমবয় মেয়ের গল্পই থাকছে এই মেগায়। তবে গল্প কেমন হবে বা নায়ক হিসেবে কাকে দেখা যাবে তা স্পষ্ট নয় ১০ সেকেন্ডের প্রোমো থেকে।
তা এই কম্পাসের নায়িকাটি কে? জানা গেল স্টার জলসার এই ধারাবাহিকের নায়িকা হচ্ছেন পর্ণা চক্রবর্তী। মূলত মডেলিংই করেছেন পর্ণা। ছোট পর্দায় কাজ তাঁর এই প্রথম। তবে বেশ কয়েকটি ব্র্যান্ডের মুখ তিনি ইতিমধ্যেই।
তবে ১০ সেকেন্ডের প্রোমো দেখে মোটেও মন ভরেনি দর্শকদের। এমনকী নাম নিয়ে যে ট্রোল চলছে, তা তো আগেই বললাম। একজন কমেন্ট করেন, ‘পেনসিল,রবার, জ্যামিতি বক্স এইসবই বা বাকি থাকবে কেন’! আরেক কমেন্টে লেখা হয়, ‘শেষে ২টো নায়ক দিয়ে, ত্রিকোন না হয়ে যায়’ । আরেকজন আবর লিখলেন, ‘মনে হয় ক্যাম্পাস হবে, ভুলে কম্পাস হয়ে গিয়েছে সিরিয়ালের নাম।’
আবার বেশ রাতে জলসা কম্পাসের টিজার শেয়ার করে একজন ট্রোল করে মন্তব্য করলেন, ‘মাঝ রাতে মনে পড়ল, সন্ধ্যের স্লটগুলো ডুবে আছে, সূর্য্য উঠলে আবার ভুলে যাবে।’ কম্পাসের প্রযোজনা করছে টেন্ট।