বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ওঁর জন্য বিয়ের তারিখ পালটে গেল’, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে শ্রীজাতর স্মৃতিচারণ
পরবর্তী খবর

‘ওঁর জন্য বিয়ের তারিখ পালটে গেল’, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে শ্রীজাতর স্মৃতিচারণ

পুরনো স্মৃতি হাতড়ালেন শ্রীজাত।

Srijato on Sunil Gangopadhyay: বিয়ের তারিখ ঠিক ছিল এক। বিয়ে হল অন্য তারিখে! কেন এমন ঘটনা ঘটল? সোশ্যাল মিডিয়ায় লিখলেন শ্রীজাত।

বিয়ের তারিখ ঠিক ছিল ২০০৫ সালের ১৯ জুন। কিন্তু সে দিন বিয়ে করতে পারেননি শ্রীজাত আর দূর্বা। কী এমন ঘটেছিল? সে কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কবি। এভাবেই সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করেছেন কবি।

কী লিখেছেন শ্রীজাত? ‘আমাদের বিয়ের তারিখ স্থির করা হয়েছে। করা হয়েছে মানে, আমরাই করেছি একরকম। তিথি-নক্ষত্র মেনে নয়, ছুটির দিন দেখে। সে-দিনটা ছিল রোববার, স্বভাবতই সকলের হাজির হতে একটু বেশি সুবিধে হবে, অন্যান্য দিনের চেয়ে।’

তাঁর কথায়, জুন মাসের মাঝামাঝি রোববার দেখে আংটি-বদল আর সই-সাবুদ। তার সঙ্গে কাছের মানুষজনদের নিমন্ত্রণ। ১৯ জুন ছিল তেমনই এক রোববার। দক্ষিণ কলকাতায় এক গির্জার সঙ্গে কথা পাকা হয়ে গেল, সেখানেই হবে বিয়ের জমায়েত। শ্রীজাতর বন্ধু অর্জন ছাপাখানার মালিক। তিনি ছাপিয়ে দিলেন কার্ড। আত্মীয়-স্বজনদের জানিয়ে দেওয়া হল, যেন ওইদিন সন্ধেবেলা কোনও কাজ না রাখেন কেউ।

কিন্তু এর পরেই ঘটে গেল কাণ্ড! কী সেটি? কবি লিখেছেন, ‘সব ঠিকঠাক হয়ে যাবার পর, এক সকালে আমরা পৌঁছলাম ম্যান্ডেভিলা গার্ডেনস-এ পারিজাতের দশতলায়, স্বাতীদি আর সুনীলদাকে নেমন্তন্ন করব বলে।... আমাদের আগে থেকেই হাজির ছিলেন মন্দার মুখোপাধ্যায়। আজ ভাবি, ভাগ্যিস ছিলেন সেদিন তিনিও! নইলে এমন আজগুবি ঘটনার সাক্ষী থাকত না একজনও।’

শ্রীজাত লিখেছেন, ‘আমরা বিয়ে করছি শুনে ভীষণ খুশি হলেন সুনীলদা। লুকোতে পারতেন না খুশি, যেভাবে লুকোতে পারতেন রাগ। ঝোলা থেকে বার করে কার্ড দিলাম ওঁর হাতে। বয়ানে চোখ বুলিয়ে হাসিটা স্তিমিত হয়ে এল।’ এর পরেই জানা গেল, ওইদিন ওঁরা থাকছেন না। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা তার আগের রাতেই আমেরিকা চলে যাব যে, ফ্লাইটের টিকিট কাটা আছে।’

এর পরে শ্রীজাত লিখেছেন, ‘কথাটা শুনে এক মুহূর্তে আমি আর দূর্বা নিভে গেলাম। আমাদের মনের অবস্থা বুঝতে পেরেই বোধহয় যোগ করলেন, ‘ও কিছু নয়, মাস দেড়েক পরই তো ফিরব, তখন একদিন খাওয়াদাওয়া করা যাবে, কেমন?’ কথাটা শুনলাম বটে, কিন্তু মনে ধরল না। জিগ্যেস করলাম, ‘১৮ তারিখ তো আপনারা চলে যাচ্ছেন তাহলে। তার আগে কোনও দিন ফাঁকা আছেন, সন্ধেবেলা? ‘দাঁড়াও তাহলে একবার ক্যালেন্ডার দেখে আসি’ বলে ভেতরের ঘরে চলে গেলেন।’

এর পরে সুনীল গঙ্গোপাধ্যায় ফিরে এসে বললেন, ‘১৪ তারিখটা দেখছি ফাঁকাই আছে। কেন বলো তো?’ শ্রীজাত লিখেছেন, এই উত্তর শুনে তিনি বলেন, তাঁরা ১৪ তারিখেই বিয়ে করবেন। তাঁর কথায়, ‘চিরকালের নিয়ম-ভাঙা নীললোহিতও বোধহয় এমন বেপরোয়া জবাব আশা করেননি। সুনীলদা’র মুখে ফিরে এসেছে ছেলেমানুষি হাসি, বললেন, ‘এ কী কাণ্ড, বিয়ের তারিখ বদলে দেবে?’ প্রশ্নে এমন একখানা সমর্থনের খুশি লুকিয়ে ছিল যে, বুঝলাম, নট-নড়ন-চড়ন নিয়মের বাজারে এই দুই বেনিয়মের খরিদ্দার তাঁকে হতাশ করেনি।’

শ্রীজাত বলছেন, ‘তখন আমাদের কারও সেলফোন নেই। বাড়িতে অভিভাবকদের সঙ্গে আলোচনা বা অনুমতি নেওয়া তো দূর, তাঁদের জানিয়ে যে তারিখ পাল্টাবো, সে-উপায় নেই। আর সে-সুযোগও নেই। কেননা সুনীলদা ভারী ব্যস্ত, তাঁর তারিখ খালি পাওয়া মানে লটারি জেতারই সামিল। তাই আমাদের মনে হয়েছিল, ওঁদের দু’জনকে আমাদের বিয়ের মজলিসে পাবার চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। ফ্লাইটের টিকিট পাল্টানো যখন হাতে নেই আর, বিয়ের তারিখ তো বদলানো যেতেই পারে।’

এর পরে অল্প সময়ের মধ্যে সমস্তটা বদলে ফেলে নতুন ব্যবস্থা করতে হয়রানিও নেহাত কম হয়নি। বাড়িতে বুঝিয়ে বলা এবং ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথি ও আত্মীয়-স্বজনদের আবার করে জানানো তো আছেই, আছে বিয়ের জন্য নতুন করে জায়গা পাওয়া, যাঁরা খাবার তৈরি করবেন, তাঁদের পাওয়া।

শ্রীজাত লিখেছেন, ‘কিন্তু আমাদের সেসব না পেলেও চলবে। স্বাতীদি আর সুনীলদা হাজির থাকলে আমরা খোলা মাঠেও বিয়ে করতে পারি।’ কিন্তু ১৯ বা ১৪, সেবার জুনের এই দুয়ের কোনও তারিখেই বিয়ের কোনও লগ্ন ছিল না। কবির কথায়, ‘আমাদের কাছে অবশ্য ছিল। সুনীলদা আর স্বাতীদির যেদিন আসার সময় হবে, সেদিনের চেয়ে শুভলগ্ন আমাদের জন্য আর কী-ই বা হতে পারে?’

শেষমেশ সেই গির্জাই পাওয়া গিয়েছিল ১৪ তারিখের জন্য, খাবার যাঁরা বানাবেন, তাঁরাও তারিখ খাবার বানাতে পেরেছিলেন। আর বন্ধু অর্জন, বিয়ের কার্ড দু’বার করে ছাপতে বাধ্য হয়েছিলেন।

শ্রীজাত লিখেছেন, ‘১৪ জুন, ২০০৫ সন্ধেবেলা, ছোট-ছোট টুনির জমজমাট রোশনাইয়ে সেজে উঠল গির্জাঘরের শরীর, যেন তারই বিয়ে আজ। আর সন্ধে ঘন হতে-না-হতে হাসিমুখে আমাদের আশীর্বাদ করতে এলেন সেই দম্পতি, স্বাতীদি আর সুনীলদা।’

শেষে শ্রীজাত লিখেছেন, ‘আজ তাঁর জন্মদিনে বদলে নেওয়া সেই তারিখটার কথা মনে পড়ল খুব। ১৪ জুন। আমাদের শুভলগ্ন। ১৯-এর পাশ কাটিয়ে উদযাপনের সব আলো যে একাই কেড়ে নিল, সুনীলদার লেখার টেবিলে রাখা একখানা ছোট্ট ক্যালেন্ডারের দৌলতে। আজ মনে হয়, জীবনও যদি বদলে নেওয়া যেত মুহূর্তে! আমরা সুনীলদা’র চলে যাবার দিনটা পিছিয়ে দিতে পারতাম যদি, আমাদের ইচ্ছেমতো...’

Latest News

হাতে পায়ে নীল আলতার রহস্য ফাঁস! এবার ‘কল্কি’ রূপে মন কাড়বেন মনামী? ২০২৫ দুর্গাপুজোর আগে ভাগ্যের চাকা ঘোরাবেন সূর্যদেব! কপাল খুলছে ধনু সহ কাদের? OMR শিটে বিভ্রাট, প্রশ্ন পৌঁছতে দেরি, প্রথম দিনেই বিপাকে HS পরীক্ষার্থীরা বলিউডের কঙ্কালসার দশা দেখাল আরিয়ান খান, ছেলের ত্রাতা শাহরুখই, প্রকাশ্যে ট্রেলার নদীতে জাল ফেলে মাছ ধরলেন দেব! ‘খোকা এলো মাছ ধরতে…’, ক্যাপশনে খোকার ক্যারিশ্মা শুরু হয়েছে ২০২৫ পিতৃপক্ষ! তারই মাঝে তাবড় রাজযোগ, ভাগ্য ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ১ লাখ টাকা ঢেলে মিলল ৬৪.৫৫ লাখ টাকা! কত বছরে ৬,০০০ শতাংশের বেশি চড়ল এই শেয়ার ‘আমাকে বিয়ে করে ফাহাদের ক্ষতি হয়েছে…’! রাজনীতিবিদ স্বামীকে নিয়ে মন্তব্য স্বরার বাংলায় নিষিদ্ধ বেঙ্গল ফাইলস! কেমন হল সিনেমা, দেখে নিন দর্শকদের প্রতিক্রিয়া বাড়িতে টিভি দেখতে দেখতে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত সায়ন্তনী, এখন কেমন আছেন?

Latest entertainment News in Bangla

হাতে পায়ে নীল আলতার রহস্য ফাঁস! এবার ‘কল্কি’ রূপে মন কাড়বেন মনামী? বলিউডের কঙ্কালসার দশা দেখাল আরিয়ান খান, ছেলের ত্রাতা শাহরুখই, প্রকাশ্যে ট্রেলার নদীতে জাল ফেলে মাছ ধরলেন দেব! ‘খোকা এলো মাছ ধরতে…’, ক্যাপশনে খোকার ক্যারিশ্মা ‘আমাকে বিয়ে করে ফাহাদের ক্ষতি হয়েছে…’! রাজনীতিবিদ স্বামীকে নিয়ে মন্তব্য স্বরার বাংলায় নিষিদ্ধ বেঙ্গল ফাইলস! কেমন হল সিনেমা, দেখে নিন দর্শকদের প্রতিক্রিয়া বাড়িতে টিভি দেখতে দেখতে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত সায়ন্তনী, এখন কেমন আছেন? খোঁপায় জুঁইয়ের মালা! ‘ধরা পড়া’য় ১.১৪ লাখ জরিমানা গুণতে হল নায়িকাকে, কেন জানেন? পরনে মিনি ড্রেস, ৩০ বছর পর রঙ্গিলায় জমিয়ে নাচ ঊর্মিলার, কে বলবে নায়িকার বয়স ৫১! 'আমার শরীরে হয়তো কিছু উদ্ভিদ...', কোন নেশায় মজলেন সৌরভ? সন্দীপ্তার নতুন হিন্দি মেগার সঙ্গে রয়েছে 'দুর্গা' ধারাবাহিকের যোগ! যা বললেন তিনি

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.