বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ওঁর জন্য বিয়ের তারিখ পালটে গেল’, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে শ্রীজাতর স্মৃতিচারণ

‘ওঁর জন্য বিয়ের তারিখ পালটে গেল’, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে শ্রীজাতর স্মৃতিচারণ

পুরনো স্মৃতি হাতড়ালেন শ্রীজাত।

Srijato on Sunil Gangopadhyay: বিয়ের তারিখ ঠিক ছিল এক। বিয়ে হল অন্য তারিখে! কেন এমন ঘটনা ঘটল? সোশ্যাল মিডিয়ায় লিখলেন শ্রীজাত।

বিয়ের তারিখ ঠিক ছিল ২০০৫ সালের ১৯ জুন। কিন্তু সে দিন বিয়ে করতে পারেননি শ্রীজাত আর দূর্বা। কী এমন ঘটেছিল? সে কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কবি। এভাবেই সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করেছেন কবি।

কী লিখেছেন শ্রীজাত? ‘আমাদের বিয়ের তারিখ স্থির করা হয়েছে। করা হয়েছে মানে, আমরাই করেছি একরকম। তিথি-নক্ষত্র মেনে নয়, ছুটির দিন দেখে। সে-দিনটা ছিল রোববার, স্বভাবতই সকলের হাজির হতে একটু বেশি সুবিধে হবে, অন্যান্য দিনের চেয়ে।’

তাঁর কথায়, জুন মাসের মাঝামাঝি রোববার দেখে আংটি-বদল আর সই-সাবুদ। তার সঙ্গে কাছের মানুষজনদের নিমন্ত্রণ। ১৯ জুন ছিল তেমনই এক রোববার। দক্ষিণ কলকাতায় এক গির্জার সঙ্গে কথা পাকা হয়ে গেল, সেখানেই হবে বিয়ের জমায়েত। শ্রীজাতর বন্ধু অর্জন ছাপাখানার মালিক। তিনি ছাপিয়ে দিলেন কার্ড। আত্মীয়-স্বজনদের জানিয়ে দেওয়া হল, যেন ওইদিন সন্ধেবেলা কোনও কাজ না রাখেন কেউ।

কিন্তু এর পরেই ঘটে গেল কাণ্ড! কী সেটি? কবি লিখেছেন, ‘সব ঠিকঠাক হয়ে যাবার পর, এক সকালে আমরা পৌঁছলাম ম্যান্ডেভিলা গার্ডেনস-এ পারিজাতের দশতলায়, স্বাতীদি আর সুনীলদাকে নেমন্তন্ন করব বলে।... আমাদের আগে থেকেই হাজির ছিলেন মন্দার মুখোপাধ্যায়। আজ ভাবি, ভাগ্যিস ছিলেন সেদিন তিনিও! নইলে এমন আজগুবি ঘটনার সাক্ষী থাকত না একজনও।’

শ্রীজাত লিখেছেন, ‘আমরা বিয়ে করছি শুনে ভীষণ খুশি হলেন সুনীলদা। লুকোতে পারতেন না খুশি, যেভাবে লুকোতে পারতেন রাগ। ঝোলা থেকে বার করে কার্ড দিলাম ওঁর হাতে। বয়ানে চোখ বুলিয়ে হাসিটা স্তিমিত হয়ে এল।’ এর পরেই জানা গেল, ওইদিন ওঁরা থাকছেন না। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা তার আগের রাতেই আমেরিকা চলে যাব যে, ফ্লাইটের টিকিট কাটা আছে।’

এর পরে শ্রীজাত লিখেছেন, ‘কথাটা শুনে এক মুহূর্তে আমি আর দূর্বা নিভে গেলাম। আমাদের মনের অবস্থা বুঝতে পেরেই বোধহয় যোগ করলেন, ‘ও কিছু নয়, মাস দেড়েক পরই তো ফিরব, তখন একদিন খাওয়াদাওয়া করা যাবে, কেমন?’ কথাটা শুনলাম বটে, কিন্তু মনে ধরল না। জিগ্যেস করলাম, ‘১৮ তারিখ তো আপনারা চলে যাচ্ছেন তাহলে। তার আগে কোনও দিন ফাঁকা আছেন, সন্ধেবেলা? ‘দাঁড়াও তাহলে একবার ক্যালেন্ডার দেখে আসি’ বলে ভেতরের ঘরে চলে গেলেন।’

এর পরে সুনীল গঙ্গোপাধ্যায় ফিরে এসে বললেন, ‘১৪ তারিখটা দেখছি ফাঁকাই আছে। কেন বলো তো?’ শ্রীজাত লিখেছেন, এই উত্তর শুনে তিনি বলেন, তাঁরা ১৪ তারিখেই বিয়ে করবেন। তাঁর কথায়, ‘চিরকালের নিয়ম-ভাঙা নীললোহিতও বোধহয় এমন বেপরোয়া জবাব আশা করেননি। সুনীলদা’র মুখে ফিরে এসেছে ছেলেমানুষি হাসি, বললেন, ‘এ কী কাণ্ড, বিয়ের তারিখ বদলে দেবে?’ প্রশ্নে এমন একখানা সমর্থনের খুশি লুকিয়ে ছিল যে, বুঝলাম, নট-নড়ন-চড়ন নিয়মের বাজারে এই দুই বেনিয়মের খরিদ্দার তাঁকে হতাশ করেনি।’

শ্রীজাত বলছেন, ‘তখন আমাদের কারও সেলফোন নেই। বাড়িতে অভিভাবকদের সঙ্গে আলোচনা বা অনুমতি নেওয়া তো দূর, তাঁদের জানিয়ে যে তারিখ পাল্টাবো, সে-উপায় নেই। আর সে-সুযোগও নেই। কেননা সুনীলদা ভারী ব্যস্ত, তাঁর তারিখ খালি পাওয়া মানে লটারি জেতারই সামিল। তাই আমাদের মনে হয়েছিল, ওঁদের দু’জনকে আমাদের বিয়ের মজলিসে পাবার চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। ফ্লাইটের টিকিট পাল্টানো যখন হাতে নেই আর, বিয়ের তারিখ তো বদলানো যেতেই পারে।’

এর পরে অল্প সময়ের মধ্যে সমস্তটা বদলে ফেলে নতুন ব্যবস্থা করতে হয়রানিও নেহাত কম হয়নি। বাড়িতে বুঝিয়ে বলা এবং ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথি ও আত্মীয়-স্বজনদের আবার করে জানানো তো আছেই, আছে বিয়ের জন্য নতুন করে জায়গা পাওয়া, যাঁরা খাবার তৈরি করবেন, তাঁদের পাওয়া।

শ্রীজাত লিখেছেন, ‘কিন্তু আমাদের সেসব না পেলেও চলবে। স্বাতীদি আর সুনীলদা হাজির থাকলে আমরা খোলা মাঠেও বিয়ে করতে পারি।’ কিন্তু ১৯ বা ১৪, সেবার জুনের এই দুয়ের কোনও তারিখেই বিয়ের কোনও লগ্ন ছিল না। কবির কথায়, ‘আমাদের কাছে অবশ্য ছিল। সুনীলদা আর স্বাতীদির যেদিন আসার সময় হবে, সেদিনের চেয়ে শুভলগ্ন আমাদের জন্য আর কী-ই বা হতে পারে?’

শেষমেশ সেই গির্জাই পাওয়া গিয়েছিল ১৪ তারিখের জন্য, খাবার যাঁরা বানাবেন, তাঁরাও তারিখ খাবার বানাতে পেরেছিলেন। আর বন্ধু অর্জন, বিয়ের কার্ড দু’বার করে ছাপতে বাধ্য হয়েছিলেন।

শ্রীজাত লিখেছেন, ‘১৪ জুন, ২০০৫ সন্ধেবেলা, ছোট-ছোট টুনির জমজমাট রোশনাইয়ে সেজে উঠল গির্জাঘরের শরীর, যেন তারই বিয়ে আজ। আর সন্ধে ঘন হতে-না-হতে হাসিমুখে আমাদের আশীর্বাদ করতে এলেন সেই দম্পতি, স্বাতীদি আর সুনীলদা।’

শেষে শ্রীজাত লিখেছেন, ‘আজ তাঁর জন্মদিনে বদলে নেওয়া সেই তারিখটার কথা মনে পড়ল খুব। ১৪ জুন। আমাদের শুভলগ্ন। ১৯-এর পাশ কাটিয়ে উদযাপনের সব আলো যে একাই কেড়ে নিল, সুনীলদার লেখার টেবিলে রাখা একখানা ছোট্ট ক্যালেন্ডারের দৌলতে। আজ মনে হয়, জীবনও যদি বদলে নেওয়া যেত মুহূর্তে! আমরা সুনীলদা’র চলে যাবার দিনটা পিছিয়ে দিতে পারতাম যদি, আমাদের ইচ্ছেমতো...’

বায়োস্কোপ খবর

Latest News

বাণিজ্য, প্রযুক্তি, অনেক কথাই উঠল মোদী- ভান্স আলোচনায়, কবে আসতে পারেন ট্রাম্প? শাহরুখের পর এবার বাড়ি ছাড়লেন আমিরও, মুম্বইয়ের বান্দ্রা কি তাহলে নিরাপদ নয়? অতিরিক্ত চোলাই খেতেই সব শেষ, মর্মান্তিক পরিণতি আদিবাসী গৃহবধূর, তদন্তে পুলিশ স্পেডেক্স মিশনে ফের সফল ইসরো, দ্বিতীয়বার স্পেস ডকিং লম্বা চুল চান? হাজার হাজার টাকা খরচ করবেন না! সেদ্ধ চাল দিয়েই ঘরে বানান মাস্ক ওড়িশা FCকে ৩-০ গোলে উড়িয়ে সুপার কাপ থেকে ছিটকে দিল পঞ্জাব! ৩-০ গোলুকম বধ গোয়ার বক্স অফিসে ১ কোটি ছুঁইছুঁই পুরাতনের, ১০ দিনে কিলবিল সোসাইটির আয় কত হল? গা ঢাকা দিয়েছিল পাশের রাজ্যে, মুর্শিদাবাদ হিংসায় আটক দুই ভাই ফের বড় পর্দায় ‘পিকু’! দীপিকা নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কোন অভিনেত্রী? আইপিএল 2025-এ বয়স্ক ক্রিকেটারের সংখ্যা কোন দলে বেশি সেটা জানেন?

Latest entertainment News in Bangla

শাহরুখের পর এবার বাড়ি ছাড়লেন আমিরও, মুম্বইয়ের বান্দ্রা কি তাহলে নিরাপদ নয়? বক্স অফিসে ১ কোটি ছুঁইছুঁই পুরাতনের, ১০ দিনে কিলবিল সোসাইটির আয় কত হল? ফের বড় পর্দায় ‘পিকু’! দীপিকা নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কোন অভিনেত্রী? তদন্ত প্রায় শেষ, তবে কি এবার পাসপোর্ট ফেরত পাবেন রণবীর? লন্ডনে প্রেম করছেন সানা? বিয়ের কী পরিকল্পনা? মেয়ে নিয়ে প্রশ্নে, কী জবাব সৌরভের সংসারে পাননি সুখ, চেনেন কাঞ্চনের ১ম বউ অনিন্দিতাকে, কেন বিয়ে করেননি ডিভোর্সের পর ‘ডক্টরেট’ উপাধি পেলেন অভিনেত্রী মিঠাই, অভিনয়ের সঙ্গে বই পড়ার নেশাতেই কেল্লাফতে 'মেয়েদের গায়ে জোর করে...', অনুরাগের শাস্তি চেয়ে বিস্ফোরক অভিনেত্রী পায়েল উজ্জয়নীতে এলেন যশ, ‘রামায়ণ’ শুরু হওয়ার আগেই মহাকালেশ্বর মন্দির দর্শন অভিনেতার বাবা এক, মা আলাদা! সৎ দাদা সানির নামে হঠাৎ কী লিখলেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল

IPL 2025 News in Bangla

কাটা ঘায়ে নুনের ছিটে! ইডেনে বাটলারের জলভাত ক্যাচ ছেড়ে চার রান দিলেন বৈভব তোমার ব্যাট দিয়েই অনেক রান করেছি! উপহার পেয়ে কাঁদতে কাঁদতে বিরাটকে বললেন মুশির সামনে বিয়ে নাকি? ইডেনে মরিসনের প্রশ্নে লজ্জায় লাল শুভমন গিল, কী জবাব দিলেন? গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির পর্দার আড়ালে থেকে রোহিতকে ছন্দে ফেরালেন KKR কোচ, কেন কৃতজ্ঞতা জানালেন হিটম্যান? শ্রেয়সের সামনে কোহলির সেলিব্রেশনই শেষ নয়! PBKSকেও এবার খোঁচা দিয়ে পোস্ট RCB-র নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন অভিষেকের ফেরায় কি বদলাবে KKR-র ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.