শ্রীময়ী চট্টরাজ মাঝে মধ্যেই নিজেদের সংসারের টুকিটাকি ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। কখনও কোথাও বেড়াতে যাওয়ার ঘটনা তো কখনও নিজেদের বিশেষ দিন উদযাপনের ঝলক তো কখনও আবার রোজকার দৈনন্দিন জীবনের ঘটনা। কিন্তু এদিন একটি ভিডিয়ো পোস্ট করে জানালেন কাঞ্চনের একটি কাজ দেখে নাকি তাঁদের মেয়ে কৃষভি কেঁদেই যাচ্ছে। কিন্তু ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন: টিমটিম করছে সিকান্দরের দাপট! বুধবার ১০ কোটিও পেরোল না আয়, ৪ দিনে কত কোটির ব্যবসা করল সলমনের ছবি?
আরও পড়ুন: পরিচালকের পর সিনে দুনিয়ায় নতুন রূপে শতরূপ! সৃজিতের কোন ছবিতে অভিনেতা হিসেবে ধরা দিচ্ছেন বাম নেতা?
কী জানিয়েছেন শ্রীময়ী?
এদিন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ খ্যাত অভিনেত্রী একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানেই দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক রান্না করছেন। পাশে দাঁড়িয়ে আছেন তাঁর শাশুড়ি অর্থাৎ শ্রীময়ীর মা। রয়েছেন শ্রীময়ী নিজেও। এই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'কাঞ্চন এখন আলুর পকোড়া বানাচ্ছে। কী গো একটু তাকাও?' জবাবে অভিনেতা বলেন, 'দাঁড়াও মনোযোগ দিয়ে করতে দাও।'
এরপরই শ্রীময়ী জানান এদিনের রান্না অভিনেতা তাঁর শাশুড়ির থেকে শিখেছেন। সেই বিষয়ে বলেন, 'কার থেকে শিখলে? তাঁর শাশুড়ি মায়ের থেকে। আর ফোনে রয়েছে আমার দিদি যিনি তদারকি করছেন।' এরপরই তাঁকে বলতে শোনা যায়, 'আর এদিকে কৃষভি কেঁদে চলেছে। বাবা রান্না করছে সেই আনন্দে কেঁদে ফেলেছে।' যদিও এটা তিনি নিছক মজা করেই বলেছেন।
কাঞ্চন শ্রীময়ীর প্রসঙ্গে
সদ্যই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের প্রথম বিবাহবার্ষিকী গেল। মেয়ে কৃষভিকে নিয়েই তাঁরা তাঁদের এই বিশেষ দিনটির উদযাপন করেছেন এবার। গত বছর ২ মার্চ সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি, তার আগে সেই বছরই ভালোবাসার দিন মানে, ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সারেন তাঁরা। এরপর ২০২৪ এর নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের সন্তান।