বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha on SSC: 'বাংলা মানে ভরসা'? SSC কাণ্ডের পর রাজ্য সরকারের বিজ্ঞাপনকে বিদ্রূপ শ্রীলেখার, লিখলেন, 'কুড়ুল আর গাছ…'
পরবর্তী খবর
Sreelekha on SSC: 'বাংলা মানে ভরসা'? SSC কাণ্ডের পর রাজ্য সরকারের বিজ্ঞাপনকে বিদ্রূপ শ্রীলেখার, লিখলেন, 'কুড়ুল আর গাছ…'
1 মিনিটে পড়ুন Updated: 04 Apr 2025, 08:03 AM ISTSubhasmita Kanji
Sreelekha on SSC: SSC কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। প্রায় ২৬০০০ জন চাকরি খোয়ালেন। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হওয়ায় ক্ষোভে, কান্নায় ফেটে পড়েছেন অনেকেই। এমন অবস্থায় কী লিখলেন শ্রীলেখা মিত্র?
Ad
SSC কাণ্ডের পর রাজ্য সরকারের বিজ্ঞাপনকে বিদ্রূপ শ্রীলেখার
SSC কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। প্রায় ২৬০০০ জন চাকরি খোয়ালেন। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হওয়ায় ক্ষোভে, কান্নায় ফেটে পড়েছেন অনেকেই। এমন অবস্থায় কী লিখলেন শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা মিত্র এদিন বাংলার একটি প্রথম সারির সংবাদ পত্রিকার প্রথম পাতার বিজ্ঞাপনের ছবি শেয়ার করেছেন যেখানে বেঙ্গল মিন্স বিজনেসের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। আর সেখানেই লেখা 'স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা।' SSC কান্ডের পর, ২৬০০০ জন চাকরি খোয়ানোর পর এই কথাকে ব্যঙ্গ করেছেন অভিনেত্রী।
শ্রীলেখা এদিন এই ছবিটি পোস্ট করে লেখেন, 'আর কিছুই বলার নেই। কুড়ুল আর গাছ দুটোই আমরা সমর্পণ করেছি, আমাদের কাটবে না তা হয় নাকি? এই তো এগিয়ে বাংলা। দয়া করে হাসবেন না এটা দেখে।' অনেকেই তাঁর পোস্টে তাঁকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বিপ্লব ছাড়া বিকল্প নেই।' আরেকজন লেখেন, 'পশ্চিমবঙ্গের শ্মশানে আর কিছু যদি হওয়ার থাকে, তা আনতে পারত যারা, তাদের মানুষ সেই কবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তো মানুষের সব রেডিমেড টাকা আর অনুদান তহবিল সংগ্রহ করেই বেঁচে থাকা, অন্তত এই পশ্চিমবঙ্গ রাজ্যে।' কারও আবার মতে, 'চপ শিল্প আর ভাতা শিল্প, দাদার স্টিল প্ল্যান্টের সঙ্গে সঙ্গীত, পয়লা বৈশাখ, ইদ, কার্নিভাল এসব নিয়ে এগিয়ে।'
প্রসঙ্গত, প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট বহাল রেখেছে হাইকোর্টের রায়কেই। যোগ্য অযোগ্যদের কেন আলাদা করতে পারল না এসএসসি তা নিয়ে প্রশ্ন রয়েছে। বহু সংসারে নেমে এসেছে অন্ধকার। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অনেকেই। এসবের মধ্যে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ‘যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। শিক্ষামন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেন। সকলে মিলে একটা সভা করতে চান। আমি যদি সেখানে থাকি, মুখ্যসচিব, আইনজীবীরাও থাকবেন। আমি তাঁদের কথায় সাড়া দিয়ে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব। শুনতে কোনও আপত্তি নেই।’ যদিও বিরোধীরা বলছেন, এর দায় নিতে হবে বাংলার মুখ্য়মন্ত্রী। তিনি এখন আড়াল করার চেষ্টা করছেন।