Manoj Kumar Passed Away: না ফেরার দেশে মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ও কৌন থি, ক্রান্তি সহ একগুচ্ছ হিট উপহার দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।
আরও পড়ুন: 'বাংলা মানে ভরসা'? SSC কাণ্ডের পর রাজ্য সরকারের বিজ্ঞাপনকে বিদ্রূপ শ্রীলেখার, লিখলেন, 'কুড়ুল আর গাছ…'
আরও পড়ুন: আরও কমলো আয়, তবুও ১০০ কোটির দোরগোড়ায় সিকান্দর! ৫ দিনে কত লক্ষ্মীলাভ হল সলমনের ছবির?
প্রয়াত মনোজ কুমার
বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার বিগত বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এছাড়াও লিভার সিরোসিস ছিল মনোজ কুমারের। এই দুইয়ের কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে বলেই হাসপাতালের তরফে যে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানেই জানানো হয়েছে।
মনোজ কুমারের প্রসঙ্গে
অধুনা পাকিস্তানের অন্তর্গত খাইবার পাখতুনখাওয়া যা আগে অ্যাবোটাবাদ নামে পরিচিত ছিল সেখানেই ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তাঁর আসল নাম ছিল হরিকৃষ্ণন গোস্বামী। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি ফ্যাশন ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। এরপর ১৯৬১ সালের ছবি কাচ কি গুড়িয়া ছবির হাত ধরে জনপ্রিয়তা পান। সেটাই ছিল তাঁর প্রথম বড় ব্রেক। এরপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। তাঁর ছবি গুমনাম ছিল ১৯৬৫ সালের সবথেকে বেশি আয় করা ছবি। এই থ্রিলার সেই সময় দাঁড়িয়ে ২.৬ কোটি টাকার ব্যবসা করেছে।
আরও পড়ুন: মায়ের কাঁধে ঝুলছে ইউভান! ছেলের দুষ্টুমিতে 'রাজ'পুত্রকে কোন তকমা দিলেন শুভশ্রী?
পরর্বতীতে মনোজ কুমার একাধিক দেশপ্রেম বা দেশাত্মবোধক ছবিতে কাজ করেছেন, যেমন ক্রান্তি, পূরব ও পশ্চিম, শহিদ, ইত্যাদি। রোটি কাপড়া অর মাকান, ও কৌন থি সহ একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার। পদ্মশ্রী সম্মানে ১৯৯২ সালে সম্মানিত হন তিনি। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি 'ভারত কুমার' নামেও পরিচিত ছিলেন।
কেবল অভিনয় জগৎ না, মনোজ কুমার পা রেখেছিলেন রাজনীতির আঙিনাতেও। যোগ দেন বিজেপিতে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন: বেবি বাম্প ঢাকতে ওভারসাইজড টিশার্ট! সন্তানের 'আবদার' বুঝে কোথায় গেলেন অহনা?